Sreerampur Walsh Hospital: ভর্তি নিয়ে কাউন্সিলর স্বাস্থ্যকর্মীদের ঝগড়া!

Sreerampur Walsh Hospital: ভর্তি নিয়ে কাউন্সিলর স্বাস্থ্যকর্মীদের ঝগড়া!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 23, 2023 | 8:37 PM

গতকাল শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে এক যুবতীকে ভর্তি করতে নিয়ে যান ডানকুনি পুরসভার ১৮ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে। সূর্য দে জানান,গতকাল রাত বারোটা নাগাদ তার ওয়ার্ডের এক যুবতী টুম্পা মইশাল হঠাৎ অসুস্থ হলে তাকে প্রথমে চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে রেফার করে।ওয়ালস হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য কর্মিদের সঙ্গে বচসা হয় রোগি ভর্তিকে কেন্দ্র করে

এবার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে রোগি ভর্তিকে কেন্দ্র করে শাসক দলের কাউন্সিলরের সঙ্গে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের বচসার ভিডিও ভাইরাল! সম্প্রতি এস এস কে এম হাসপাতালের ট্রমা কেয়ারে বাইক দূর্ঘটনায় আহত যুবককে ভর্তি করতে গিয়ে বিতর্কে জড়ান মদন মিত্র।তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে হাসপাতাল। গতকাল শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে এক যুবতীকে ভর্তি করতে নিয়ে যান ডানকুনি পুরসভার ১৮ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে। সূর্য দে জানান,গতকাল রাত বারোটা নাগাদ তার ওয়ার্ডের এক যুবতী টুম্পা মইশাল হঠাৎ অসুস্থ হলে তাকে প্রথমে চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে রেফার করে।ওয়ালস হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য কর্মিদের সঙ্গে বচসা হয় রোগি ভর্তিকে কেন্দ্র করে।রীতিমত বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন কাউন্সিলর।কাউন্সিলর বলেন,হাসপাতলের এক একজন এক একরকম কথা বলছিলেন।কেউ বলছে ভর্তি করতে কেউ বলছে বাড়ি নিয়ে চলে যেতে।কোনো সমন্বয় নেই।টিকিট করতে গেলেও টালবাহানা করা হয়।নিজে কাউন্সিলর পরিচয় দেননি বলে দাবী করে সূর্য দে বলেন,সাধারণ মানুষের সঙ্গেও এধরনের ব্যবহার করা হয়।পরে অবশ্য রোগি ভর্তি নেওয়া হয় তাই হাসপাতাল সুপার বা অন্য কাউকে অভিযোগ করেননি। হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারীক রমা ভূঁইয়া জানান,কি ঘটনা হয়েছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় কে এই বিষয়ে ফোন করা হলে তিনি কোন প্রতিক্রিয়া দেননি।