Basirhat Fraud News: বসিরহাটের বান্টি-বাবলি!

Basirhat Fraud News: বসিরহাটের বান্টি-বাবলি!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 10, 2023 | 7:24 PM

বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ১১নং ওয়ার্ডের জামরুলতলার ব্যবসায়ী সুদীপ্ত বল ও তার স্ত্রী মিঠু নাগ বল। তাদের বিরুদ্ধে অভিযোগ, ফ্ল্যাট সহ ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ করে দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা তুলেছে ঐ দম্পতি। ইতিমধ্যে প্রতারিত কুড়ি জনের মধ্যে তৃণমূল নেতা সহ একাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা তুলে আত্মসাতের অভিযোগ রয়েছে।

বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ১১নং ওয়ার্ডের জামরুলতলার ব্যবসায়ী সুদীপ্ত বল ও তার স্ত্রী মিঠু নাগ বল। তাদের বিরুদ্ধে অভিযোগ, ফ্ল্যাট সহ ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ করে দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা তুলেছে ঐ দম্পতি। ইতিমধ্যে প্রতারিত কুড়ি জনের মধ্যে তৃণমূল নেতা সহ একাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা তুলে আত্মসাতের অভিযোগ রয়েছে। বারবার প্রতারিতরা তার বাড়িতে গেলেও তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রায় কুড়ি জন প্রতারিত বসিরহাট থানায় পাঁচ কোটি টাকার তছরুপ ও আত্মসাতের অভিযোগে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের পর থেকে ব্যবসায়ী ও তার স্ত্রী বেশ কিছু দিন পলাতক ছিল। বুধবার বসিরহাট থানার পুলিশের কাছে খবর গেলে পুলিশ জানতে পারে কলকাতার খান্না এলাকায় একটি গোপন আশ্রয়ে ওই ব্যবসায়ী ও তার স্ত্রী আত্মগোপন করে রয়েছেন। কলকাতা পুলিশ ও বসিরহাট থানার পুলিশের যৌথ উদ্যোগে তাদের গ্রেফতার করা হয়েছে। দু’জনকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। বসিরহাট মহকুমা আদালতের আইনজীবী অরিন্দম গোলদার বলেন, “ব্যবসায়ী সুদীপ্ত বল বসিরহাটে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ব্যবসায়ী সুযোগ করিয়ে নাম করে। আত্মসাৎ করেছেন। কিভাবে ফেরত দেবেন কিভাবে ফেরত দেবেন তার নমুনা পাওয়া যায়নি।” এদের বিরুদ্ধে পাঁচ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য বসিরহাট মহকুমা আদালতে বিচারকের কাছে আবেদন জানিয়েছে বসিরহাট থানার পুলিশ।