৭০ শতাংশ মানুষের চটজলদি টিকাকরণ কি আদৌ সম্ভব ?

Debasmita Chakraborty

|

Updated on: Feb 22, 2021 | 2:34 PM

৩০ শতাংশের হার্ড ইমিউনিটি গঠন হয়েছে।

করোনার দ্বিতীয় ওয়েভ কি আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গে? এমনটাই আশঙ্কা করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। টিকাকরণ নিয়ো কোনো টালবাহানা নয় তাঁর পষ্ট বার্তা দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। ৩০ শতাংশের হার্ড ইমিউনিটি গঠন হয়েছে তবে বাকি ৭০ শতাংশ মানুষের কি চটজলদি টিকাকরণ কি আদৌ সম্ভব ?

 

Published on: Feb 22, 2021 02:19 PM