Oxygen Concentrator : প্রাণবায়ু জোগাতে নতুন যন্ত্র! ভারতকে সাহায্য পাঠাচ্ছে আমেরিকা

সৌরভ পাল

|

Updated on: Apr 27, 2021 | 11:31 AM

থার্মাল গান, অক্সিমিটারের পাশাপাশি উঠে আসছে অক্সিজেন কনসেনট্রেটরের নাম। খোলা বাতাস শুষে নিয়ে তা থেকে নাইট্রোজেন বাদ দিয়ে বিশুদ্ধ অক্সিজেন ছেঁকে নিতে সক্ষম এই যন্ত্র। ভারতীয় গবেষক অনির্বাণ মৈত্রর ডাকে সাড়া দিয়ে মার্কিন মুলুক থেকে দেশে আসছে প্রায় ৪০০টি অক্সিজেন কনসেনট্রেটর। খোলা বাজারে এ যন্ত্রের দাম ৪০ হাজার থেকে ১ লক্ষের কাছাকাছি।

করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের অভাবে মৃত্যু ঘটছে দেশজুড়ে। অক্সিজেনের অভাবে (Oxygen Shortage) কলকাতার বন্দর হাসপাতালে গতকালই মৃত্যু হয়েছে বছর ৪৩-এর এক রোগিণীর। হরিয়ানাতে (Haryana) মৃত্যু হয়েছে ৫ কোভিড রোগীর।

আর এর জেরেই থার্মাল গান, অক্সিমিটারের (Oximeter) পাশাপাশি উঠে আসছে অক্সিজেন কনসেনট্রেটরের নামও। খোলা বাতাস শুষে নিয়ে তা থেকে নাইট্রোজেন বাদ দিয়ে বিশুদ্ধ অক্সিজেন ছেঁকে নিতে সক্ষম এই যন্ত্র।

ভারতীয় গবেষক অনির্বাণ মৈত্রর ডাকে সাড়া দিয়ে মার্কিন মুলুক (USA) থেকে দেশে আসছে প্রায় ৪০০টি অক্সিজেন কনসেনট্রেটর। খোলা বাজারে এ যন্ত্রের দাম ৪০ হাজার থেকে ১ লক্ষের কাছাকাছি।

 

[embedyt] [/embedyt]

Published on: Apr 27, 2021 11:22 AM