AC Train: পুজোতে ভিড় এসি ট্রেনে!

AC Train: পুজোতে ভিড় এসি ট্রেনে!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 23, 2023 | 4:26 PM

রেল টিকিট দেওয়া শুরু করল পুজোর জন্য। ষষ্ঠীর দিনের জন্য সংরক্ষিত টিকিট দেওয়া শুরু করা হয়। কিছু ক্ষনের মধ্যে শেষ হয়ে যায় সেই টিকিট। বেশিরভাগ এসি ট্রেনের টিকিট সবার আগে শেষ হয়ে যায়।

রেল টিকিট দেওয়া শুরু করল পুজোর জন্য। ষষ্ঠীর দিনের জন্য সংরক্ষিত টিকিট দেওয়া শুরু করা হয়। কিছু ক্ষনের মধ্যে শেষ হয়ে যায় সেই টিকিট। বেশিরভাগ এসি ট্রেনের টিকিট সবার আগে শেষ হয়ে যায়। বাহানাগার ট্রেন দুর্ঘটনতে দেখা যায় এসির কামরাগুলো সুরক্ষিত ছিল। এই ট্রেন দুর্ঘটনতে সব থেকে বেশি ক্ষতি হয় সামনে ও পেছনের কামরাগুলি। তাই এসি ট্রেনের কামরার টিকিট সবার আগে শেষ হয়ে যায়। অনেকে হয়তো মনে করেছেন এই কামরাগুলি বেশি সুরক্ষিত। উত্তরবঙ্গগামী ট্রেনের চাহিদা ছিল সব থেকে বেশি। দার্জিলিং মেলের এসি টু, থ্রি সহ ট্রেনের টিকিট শেষ হয়ে যায়। ষষ্ঠীর দিনে পদাতিক এক্সপ্রেসে এসি থ্রিয়ে ওয়েটিং লিস্ট ২৫৫। উত্তরবঙ্গ এক্সপ্রেসে ওয়েটিং লিস্ট ১৪৪ এসি থ্রিয়ে। ষষ্ঠীর দিনে বন্দে ভারত এক্সপ্রেসে ওয়েটিং ১৮০ ।
শিমলাতে যেতে ভরসা রাজধানী এক্সপ্রেস বা কালকা মেল এক্সপ্রেস। এসি থ্রিয়ে কালকা মেলে ওয়েটিং ৩৩৬। দেরাদুন হয়ে মুসৌরিতে অনেকেই যেতে চান। উপাসনা এক্সপ্রেস বা দুন এক্সপ্রেসের টিকিটের চাহিদা বেশি এসি কামরাতে। ষষ্ঠীর দিনে, এসি থ্রিয়ে দুনে ওয়েটিং ২৫০। উপাসনা এক্সপ্রেসে ষষ্ঠীর দিনে এসি থ্রিয়ে ওয়েটিং ১৯০।

Published on: Jul 23, 2023 04:06 PM