Solo Travel Guidance: একা ভ্রমণ করতে চান?
পাহাড়ি জায়গায় নিরাপদে ঘুরতে যেতে চান? মহিলা পর্যটকের এখানে নিরাপদে ঘুরতে যেতে পারবেন। ট্রেকিং করার জন্য গোয়েচালা বিখ্যাত। ১০-১২ দিনের ট্রেকিং রুটে যাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা সহ হিমালয়ের ১৪টি চূড়া।
পাহাড়ি জায়গায় নিরাপদে ঘুরতে যেতে চান? মহিলা পর্যটকের এখানে নিরাপদে ঘুরতে যেতে পারবেন। ট্রেকিং করার জন্য গোয়েচালা বিখ্যাত। ১০-১২ দিনের ট্রেকিং রুটে যাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা সহ হিমালয়ের ১৪টি চূড়া। তিস্তা নদী থেকে রডোডেনড্রন জঙ্গলের ট্রেকিং রুট খুবই ভাল। এখানে ঘুরতে যাওয়ার সেরা সময় মার্চ থেকে এপ্রিল মাস। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে এখানে যাওয়া যায়। ভারতের ডিব্রুগড় চা শহর হিসেবে পরিচিত। এখানে দেখার জায়গাগুলি হল রাধাকৃষ্ণ মন্দির, মহাত্মা গান্ধি উদ্যান,জয়পুর রেইনফরেস্ট। ডিব্রুগড় যাওয়ার ভাল সময় অক্টোবর থেকে মার্চ মাস। ডিব্রুগড় রেলওয়ে স্টেশন থেকে এখানে যাওয়া যায়। ঘুরে আসতে পারেন গোরিচেন শৃঙ্গ। এপ্রিল থেকে জুন মাসে এখানে ঘুরতে পারেন। গোরিচেন শৃঙ্গে সারা বছর বরফ দেখা যায়। ট্রেকিং করার জন্য গোরিচেন বিখ্যাত। এখানে আছে নুরুনাং জলপ্রপাত। রঙ্গপাড়া উত্তর রেলওয়ে স্টেশন থেকে এখানে যাওয়া যায়। আগরতলা পাহাড়ি শহরটি খুব সুন্দর। এখানে বেশ কিছু বিখ্যাত মন্দির আছে। আগরতলা দেখার জায়গাগুলি হল ত্রিপুরা সুন্দরী মন্দির,উম্মনেশ্বর মন্দির,উজ্জয়ন্ত প্রাসাদ। এখানে ঘোরার ভাল সময় হল ডিসেম্বর থেকে মার্চ মাস। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এখানে যাওয়া যায়। ডিমাপুর শহরে আছে ট্রিপল ফলস্,কাছারি ধ্বংসাবশেষ,নাগাল্যান্ড সায়েন্স সেন্টার,জুলজিক্যাল পার্ক। এখানে ঘোরার ভাল সময় অক্টোবর থেকে জুন মাস। ছুটি কাটাতে আসতে পারেন ইম্ফল শহরে। এখানে দেখতে পাবেন কাংলা ফোর্ট, থারন গুহা,লোকটাক লেক। ইম্ফল শহরে ঘোরার ভাল সময় সেপ্টেম্বর থেকে এপ্রিল মাস। লুংলেই শহরটিতে আছে প্রাকৃতিক সৌন্দর্য, পুরোনো গির্জা। এখানে ঘোরার ভাল সময় অক্টোবর থেকে এপ্রিল মাস।