Panchayat Election 2023: ভোররাত থেকে লাইন নন্দীগ্রামে!

Panchayat Election 2023: ভোররাত থেকে লাইন নন্দীগ্রামে!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 10, 2023 | 1:30 PM

নন্দীগ্রাম ১ নম্বর ব্লক মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিনন্দপুর বুথ।এই বুথে ৮ তারিখ নির্বাচনে ব্যালট বাক্স নিয়ে পুকুরে ফেলে দেয়া হয় সেই জন্য পুনরায় নির্বাচন।ভোর রাত থেকে মানুষজনের বিশাল লাইন চোখে পড়ছে।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা নন্দীগ্রাম -১ ব্লকের অন্তর্গত বিনন্দপুর শিশু শিক্ষা কেন্দ্রের ৬৪ নম্বর বুথে এবং গড়চক্রবেড়িয়া, বর্মনপল্লী শিশু শিক্ষা কেন্দ্র ২৩০ নম্বর বুথে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়েছে।
ভোট গ্রহণ কেন্দ্রগুলি কি কেন্দ্রীয় বাহিনী দিয়ে যথেষ্ট নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
নন্দীগ্রাম ১ নম্বর ব্লক মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিনন্দপুর বুথ।এই বুথে ৮ তারিখ নির্বাচনে ব্যালট বাক্স নিয়ে পুকুরে ফেলে দেয়া হয় সেই জন্য পুনরায় নির্বাচন। ভোর রাত থেকে মানুষজনের বিশাল লাইন চোখে পড়ছে। রাত ৩ টা থেকে এসে লাইন দিতে শুরু করে ভোটার সংখ্যা ১৪০০ সেই জন্যই তাড়াতাড়ি এসেছে ভোটাররা। তাছাড়া গত দিনের গন্ডগোল এড়াতেই এত তাড়াতাড়ি ভোট দিতে আসা।

অপরদিকে জেলার ময়নার বাকচা সহ একাধিক এলাকায় পুনরায় নির্বাচন হচ্ছে। বাকচা ২ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের এই বুথ ছাড়াও পার্শবর্তী এলাকায় উত্তেজনা গন্ডগোল হয়েছিল আগে তাই এই ২২৫ নম্বর বুথে আবার ভোট দিতে সকাল সকাল আসা।