Cyber Fraud: সাবধান! ফোন ধরলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট
সম্প্রতি সাইবার বিশেষজ্ঞরা এক নতুন প্রতারণার হদিস পেয়েছেন। ফোনে নতুন সিম কার্ড ঢোকানো মাত্র গোটা ফোনের নিয়ন্ত্রণ প্রতারকদের হাতে চলে যাচ্ছে । এরপর প্রতারকদের ফোন রিসিভ করলেই ফোনের নেটওয়ার্ক চলে যাবে । নিমেষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে । কীভাবে হচ্ছে এই প্রতারণা? সম্প্রতি দিল্লি ও মুম্বইয়ের বাসিন্দাদের এমন ফোন এসেছে। ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গেই তাদের ফোনের নেটওয়ার্ক উধাও হয়ে যাচ্ছে
অনলাইনে এখন নানান রকম প্রতারণা। ভুল লিঙ্কে ক্লিক বা অচেনা নম্বরের ফোন রিসিভ করতেই নিমেষে ফাঁকা হতে পারে অ্যাকাউন্ট। সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা তাই অচেনা নম্বরের ফোন রিসিভ বা অজানা লিঙ্কে ক্লিক করতে বারণ করেন । সম্প্রতি সাইবার বিশেষজ্ঞরা এক নতুন প্রতারণার হদিস পেয়েছেন। ফোনে নতুন সিম কার্ড ঢোকানো মাত্র গোটা ফোনের নিয়ন্ত্রণ প্রতারকদের হাতে চলে যাচ্ছে । এরপর প্রতারকদের ফোন রিসিভ করলেই ফোনের নেটওয়ার্ক চলে যাবে । নিমেষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে । কীভাবে হচ্ছে এই প্রতারণা? সম্প্রতি দিল্লি ও মুম্বইয়ের বাসিন্দাদের এমন ফোন এসেছে। ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গেই তাদের ফোনের নেটওয়ার্ক উধাও হয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে। কেউ দেড় লক্ষ টাকা, কেউ আবার ৫০ লক্ষ টাকা অবধি খুইয়েছেন। সাইবার অপরাধ বিশেষজ্ঞদের মতে অপরাধীরা ‘সিম সোয়াপিং’ পদ্ধতিতে প্রতারণা চালাচ্ছে এই চক্র । এ ক্ষেত্রে প্রতারকরা ডুপ্লিকেট সিম বা সিমকার্ড ক্লোনিং করে নেয়। অচেনা নম্বর থেকে আসা ফোন রিসিভ করতেই প্রতারকরা সিম ক্লোন করে নেয় । তারপর যাবতীয় ব্য়ক্তিগত তথ্য হাতিয়ে নেয়। এরপর ব্য়াঙ্ক অ্যাকাউন্ট সাফ করা তো বাঁ-হাতের খেল। ফোন ধরা মাত্রই প্রতারকরা আসল সিমটি ব্লক করে এবং ডুপ্লিকেট সিম অ্যাক্টিভেট করে । কীভাবে এড়াবেন এই প্রতারণা? কোনও অচেনা নম্বর থেকে আসা ফোন ধরবেন না। লোভনীয় কিন্তু সন্দেহজনক কোনও অফারের ফাঁদে পা দেবেন না। ব্যক্তিগত তথ্য কারোর সঙ্গে শেয়ার করবেন না। কাউকে ওটিপি দেবেন না। নিজের ব্য়াঙ্ক ডিটেইল বা আধার কার্ড, প্য়ান কার্ডের তথ্য কাউকে দেবেন না।