Arambagh News: নদীতে শয়ে শয়ে মরা মাছ, কেন?

Arambagh News: নদীতে শয়ে শয়ে মরা মাছ, কেন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 09, 2023 | 7:54 PM

শ'য়ে শ'য়ে মাছ মরে ভেসে উঠছে নদীর জলে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল আরামবাগ পুরসভার চাঁদুর এলাকায়। স্থানীয়দের অনুমান, রাতের অন্ধকারে দারকেশ্বর নদীর জলে বিষ ঢেলে মাছ ধরার জন্য বেশ কিছু দুষ্কৃতী এই কান্ড ঘটাচ্ছে।

শ’য়ে শ’য়ে মাছ মরে ভেসে উঠছে নদীর জলে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল আরামবাগ পুরসভার চাঁদুর এলাকায়। স্থানীয়দের অনুমান, রাতের অন্ধকারে দারকেশ্বর নদীর জলে বিষ ঢেলে মাছ ধরার জন্য বেশ কিছু দুষ্কৃতী এই কান্ড ঘটাচ্ছে। আর তার জেরেই নদীতে থাকা ছোট-বড় বিভিন্ন ধরনের অসংখ্য মাছ মরে ভেসে উঠেছে।

দুষ্কৃতীরা জাল দিয়ে কিছু মাছ তুলে নিয়ে গেলেও বেশিরভাগ মাছই নদীর জলে তারপর থেকে ভেসে উঠতে শুরু করেছে। ওই মাছ স্থানীয় মানুষজন অনেকেই খাবার জন্য তুলে নিয়ে যাচ্ছে। তবে বেশ কয়েক দিন ধরেই এমনটা হওয়ায় ক্ষুব্ধ দারকেশ্বর নদী তীরবর্তী এলাকার মানুষজন।স্থানীয়রা বলছেন কেউ নদীতে ওষুধ দিয়ে দিয়েছে। তাই মাছ ভেসে উঠেছে। বোয়াল, চিংড়ি, কাতলা, রুই ছোট বড় বিভিন্ন ধরনের মাছ মরে ভেসে গেছে। শুধু মাছই মরছে না, এখানে পশুপাখিরাও জল খায়। তারাও আক্রান্ত হবে। অনেক লোক স্নান করে। তাঁদেরও ক্ষতি হবে। কিছু মাছ মাফিয়া এই ধরনের অসাধু কাজগুলো করছে বলে অভিযোগ। বিষক্রিয়ার ফলে ছোট ছোট মাছগুলোও মরে যাচ্ছে।

Published on: Nov 09, 2023 07:53 PM