Dengue in Bankura: বাড়ছে মশা, বাঁকুড়ায় ডেঙ্গির প্রকোপ!
Dengue News: বাঁকুড়া জেলা জুড়ে যত্রতত্র ইতস্তত জমে রয়েছে জমা জল। সেই জমা জলেই দ্রুত বংশবৃদ্ধি ঘটছে মশার। পুরসভা ও স্বাস্থ্য দফতরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
বর্ষা আসতেই বাঁকুড়া স্বাস্থ্য জেলায় দ্রুত হারে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই সেই সংখ্যা হাফ সেঞ্চুরি ছাড়িয়েছে। বাঁকুড়া শহরে আক্রান্তর সংখ্যা ১৪ জন। কিন্তু তারপরও বাঁকুড়া জেলা জুড়ে যত্রতত্র ইতস্তত জমে রয়েছে জমা জল। সেই জমা জলেই দ্রুত বংশবৃদ্ধি ঘটছে মশার। পুরসভা ও স্বাস্থ্য দফতরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। গতবছর বর্ষার শুরুতেই বাঁকুড়া জেলায় কার্যত মহামারীর চেহারা নিয়েছিল ডেঙ্গি। বাঁকুড়া শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কেঠারডাঙ্গা এলাকায় আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়েছিল। ওই এলাকায় ডেঙ্গি নিয়ন্ত্রণে রীতিমত হিমসিম খেতে হয়েছিল বাঁকুড়া পুরসভা ও স্বাস্থ্য দফতরকে।
গতবছরের সেই পরিস্থিতির কথা মাথায় রেখে এবার আগে থেকেই বাঁকুড়া শহরের কেঠারডাঙ্গা এলাকায় বাড়তি নজর দিয়েছিল পুরসভা। কিন্তু তারপরও ডেঙ্গির সংক্রমণ এড়ানো যায়নি। বাঁকুড়া পুরসভা সূত্রে জানা গেছে শহর জুড়ে ইতিমধ্যেই ১৪ জনের শরীরে ডেঙ্গি সংক্রমণের নমুনা মিলেছে। জেলায় আক্রান্তের সংখ্যা ৫০ জন । বাঁকুড়া শহরের বাসিন্দাদের দাবী পুরসভার সদিচ্ছার অভাবে চলতি বছরও ডেঙ্গির বাড়বাড়ন্ত শুরু হয়েছে। তাঁদের দাবী শহর জুড়ে নিকাশি ব্যবস্থা যথাযথ না থাকা, মজে যাওয়া পুকুরের সংস্কারের অভাব ও মানুষের মধ্যে সচেতনতার অভাবের কারণেই ডেঙ্গি ফি বছর চোখ রাঙাচ্ছে জেলা জুড়ে।
বাঁকুড়া পুরসভা অবশ্য অভিযোগ মানতে নারাজ। স্বাস্থ্য দফতরের দাবী, ডেঙ্গি নিয়ন্ত্রণে পুরসভার সাথে যৌথভাবে একাধিক কর্মসূচী নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত জেলায় ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে জেলার ডেঙ্গি পতিস্থিতি নিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবী ডেঙ্গি পরিস্থিতির আরো অবনতি হলে বাঁকুড়া পুরসভা ঘেরাও করা হবে। বিজেপির এই হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ তৃনমূল পরিচালিত বাঁকুড়া পুরসভা।