Dhupguri News: পটলও ছাড়ছে না দুষ্কৃতীরা!

Dhupguri News: পটলও ছাড়ছে না দুষ্কৃতীরা!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Apr 21, 2023 | 8:02 PM

রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তান্ডব ফসল ক্ষেতে। নষ্ট করলো প্রায় ২৫ লক্ষ টাকার পটল ক্ষেত। ধূপগুড়ি ব্লকের মাগুরমারি-১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব মাগুরমারি এলাকার ঘটনা। এলাকায় উত্তেজনা।

রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তান্ডব ফসল ক্ষেতে। নষ্ট করলো প্রায় ২৫ লক্ষ টাকার পটল ক্ষেত। ধূপগুড়ি ব্লকের মাগুরমারি-১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব মাগুরমারি এলাকার ঘটনা। এলাকায় উত্তেজনা।

উল্লেখ্য, শুক্রবার সকালবেলা কৃষকরা ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় চাষের খেতে গেলে দেখতে পান তাদের পটল গাছের গোড়াগুলি কাটা রয়েছে, কোনগুলি উপড়ে ফেলা হয়েছে। যা দেখে মাথায় হাত কৃষকদের কান্নার রোল পড়ে গেছে গোটা গ্রাম জুড়ে।
পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই এই ধরনের ঘটনা এলাকায় ঘটে থাকে সচরাচর। যার জেরে ক্ষতির সম্মুখীন হতে হয় গরীব কৃষকদের।

মূলত ধূপগুড়ি ব্লকের এই এলাকার বড় অংশের কৃষকরা পটল চাষের সঙ্গে যুক্ত। প্রতিবছর এই পটল চাষ করেই ২৫ লক্ষ টাকার মত আয় করে থাকেন কৃষকরা। এর পেছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে বলেই অনুমান করা হচ্ছে বলে দাবি কৃষকদের।

পটল ক্ষেত ক্ষতির খবর পেয়ে ঘটনাস্থলে যায় এলাকার বিজেপি নেতা মধপচন্দ্র রায়, সিপিআই(এম) নেতা জিয়ারুল রহমান।

কেনো গাছের গোড়া উপরে দেওয়া হয়েছে সবার কেনো গাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছে দৃষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

জানা গেছে, এখানে আট জন কৃষকের ক্ষেত রয়েছে। এর ওপরে নির্ভর করে সংসার চালান কৃষকরা স্বাভাবিকভাবেই দিশেহারা কৃষকরা। এভাবে ফসলের ক্ষতি হওয়ার পুলিশের দারস্ত হবেন বলেই জানিয়েছে গ্রামের কৃষকরা।