Artificial Diamond: চিতার ছাই থেকে হিরে!

Artificial Diamond: চিতার ছাই থেকে হিরে!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 24, 2023 | 1:26 PM

চিতাতেই শব শেষ নয়! শ্মশানের ছাই থেকে তৈরি হচ্ছে চকচকে হিরে। সাধারণভাবে প্রাকৃতিক হিরে তৈরি হতে সময় লাগে ১ থেকে ৩০০ কোটি বছর। ১৯৫০ এর দশকে শুরু হয় কৃত্রিম হিরে তৈরি। ২৩০০ ডিগ্রী সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রায় কার্বনের উপাদানকে উত্তপ্ত করে তৈরি হয় হিরে।

চিতাতেই শব শেষ নয়! শ্মশানের ছাই থেকে তৈরি হচ্ছে চকচকে হিরে। সাধারণভাবে প্রাকৃতিক হিরে তৈরি হতে সময় লাগে ১ থেকে ৩০০ কোটি বছর। ১৯৫০ এর দশকে শুরু হয় কৃত্রিম হিরে তৈরি। ২৩০০ ডিগ্রী সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রায় কার্বনের উপাদানকে উত্তপ্ত করে তৈরি হয় হিরে। মানুষের দেহ তৈরি প্রায় ১৮.৫ % কার্বন দিয়ে। একটি শ্মশান থেকে দিনে ২.৫ মিলিগ্রাম থেকে ৮.৫ মিলিগ্রাম কার্বন পাওয়া যায়।

কৃত্রিম হিরে তৈরি করতে ১ মিলিগ্রাম কার্বন লাগে। তারপর এক জটিল প্রক্রিয়া শেষে তৈরি হয় হিরে। দাহ করা হাড়ে কার্বন, কার্বনেট রূপে থাকে। উচ্চ তাপমাত্রা, কম অক্সিজেনযুক্ত পরিবেশ ও গ্যাস ব্যবহার করে শ্মশানের মানব দেহের হাড় থেকে হিরে তৈরি হয়। HPHT প্রক্রিয়ায় তৈরি হয় হিরে। প্রথমে এতে যোগ করা হয় জেনেরিক কার্বন। তারপর একটি জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে পাওয়া যায় ঝকঝকে হিরে। এই প্রক্রিয়ায় তৈরি হিরের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৬২,৩১৭ টাকা থেকে ১৬,৬১,৮০৭ টাকা।