দীপকের খোজে আজ বিগ্রেডে গেলেন স্ত্রী সরস্বতী

Debasmita Chakraborty | Edited By:

May 27, 2021 | 2:24 PM

দীপক পাঁজার সঙ্গে তেমন কিছু হয়নি তো?

Follow Us

বাম ছাত্র যুবদের নবান্ন অভিযানে ১১ ফেব্রুয়ারি রাজপথ হয়ে উঠেছিল রণক্ষেত্রে। আন্দোলন ঠেকাতে জলকামান, লাঠি চালিয়েছিল পুলিশ। সেই নবান্ন অভিযানে এসেই আঘাত পেয়েছিলেন  মইদুল ইসলাম মিদ্যা। পরবর্তীকালে প্রাণ হারাতে হয়েছে তাঁকে। দীপক পাঁজার সঙ্গে তেমন কিছু হয়নি তো? এই চিন্তাটাই কুঁড়ে কুঁড়ে খাচ্ছে সরস্বতীকে।

নবান্ন অভিযানে যোগ দিতে তমলুকের বাহারপোতা গ্রাম থেকে এসেছিলেন বাহারপোতা গ্রামের বাসিন্দা দীপক পাঁজা। কিন্তু ১৭ দিন কেটে গেলেও বাড়ি ফেরেননি দীপক। থানা-পুলিশ-কোর্টে  গিয়েও স্বামীকে ফিরে পাননি সরস্বতী। কোথায় তাঁর স্বামী? সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি কেউ। তাই স্বামীকে খুঁজতে ব্রিগেডে এলেন সরস্বতী।

 

বাম ছাত্র যুবদের নবান্ন অভিযানে ১১ ফেব্রুয়ারি রাজপথ হয়ে উঠেছিল রণক্ষেত্রে। আন্দোলন ঠেকাতে জলকামান, লাঠি চালিয়েছিল পুলিশ। সেই নবান্ন অভিযানে এসেই আঘাত পেয়েছিলেন  মইদুল ইসলাম মিদ্যা। পরবর্তীকালে প্রাণ হারাতে হয়েছে তাঁকে। দীপক পাঁজার সঙ্গে তেমন কিছু হয়নি তো? এই চিন্তাটাই কুঁড়ে কুঁড়ে খাচ্ছে সরস্বতীকে।

নবান্ন অভিযানে যোগ দিতে তমলুকের বাহারপোতা গ্রাম থেকে এসেছিলেন বাহারপোতা গ্রামের বাসিন্দা দীপক পাঁজা। কিন্তু ১৭ দিন কেটে গেলেও বাড়ি ফেরেননি দীপক। থানা-পুলিশ-কোর্টে  গিয়েও স্বামীকে ফিরে পাননি সরস্বতী। কোথায় তাঁর স্বামী? সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি কেউ। তাই স্বামীকে খুঁজতে ব্রিগেডে এলেন সরস্বতী।

 

Next Video