Disneyland Viral Video: আগুনে জ্বলে উঠল ড্রাগন!
আগুনে পুড়ে যাওয়ার একাধিক ভিডিয়ো ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে,৪৫ ফুট লম্বা ওই কাঠামো জ্বলছে দাউ দাউ করে। প্রথম মাথায় আগুন ধরে। তারপর ধীরে ধীরে সারা দেহে আগুন ছড়িয়ে পড়ে। এই অনভিপ্রেত ঘটনার জন্য শো শেষ হওয়ার আগেই থামিয়ে দেওয়া হয়
শনিবার রাতে নাইট শো চলছিল ডিজনিল্যান্ডে। সেই সময়ই আচমকা দৈত্য়াকার একটি ড্রাগনের কাঠামোতে আগুন ধরে যায়। আগুনে পুড়ে যাওয়ার একাধিক ভিডিয়ো ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে,৪৫ ফুট লম্বা ওই কাঠামো জ্বলছে দাউ দাউ করে। প্রথম মাথায় আগুন ধরে। তারপর ধীরে ধীরে সারা দেহে আগুন ছড়িয়ে পড়ে। এই অনভিপ্রেত ঘটনার জন্য শো শেষ হওয়ার আগেই থামিয়ে দেওয়া হয়। সেখানে উপস্থিত দর্শক ও শোয়ের সদস্যরাও ঘটনাস্থল থেকে কোনওভাবে পালিয়ে যায়। এদিকে ওই ঘটনার সময় উপস্থিত দর্শকদের জন্য একটি ঘোষণাও করা হয়। বলা হয়,’অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে “ফ্যান্টাসিক!”-র এই পারফরম্যান্সটি চালানো সম্ভব হচ্ছে না। এর ফলে উদ্ভূত যে কোনও অসুবিধার জন্য আমরা দুঃখিত’। এদিকে খবর পেয়ে ডিজনিল্যান্ডে পৌঁছয় দমকল বাহিনী। সঙ্গে সঙ্গে দমকলকর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে কোনও আহত হওয়ার খবর মেলেনি। আগুনের কারণে ক্ষয়ক্ষতির সম্বন্ধে এখনও বিস্তারিত জানা যায়নি। ডিজনিল্যান্ডের তরফে জানানো হয়েছে,’সমস্ত সদস্যদের টম সাওয়ার দ্বীপ থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। ধোঁয়া ও বাতাসের কারণে,দ্বীপের নিকটবর্তী জায়গাগুলি থেকেও দর্শকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। কীভাবে এই আগুন লাগল তা জানতে তদন্ত চলছে’।