Samarendranath tagore: সমরেন্দ্রনাথ ঘোষ, অবনীন্দ্রনাথ ঠাকুরের এই ছাত্র ততটা পরিচিত নন,  তাই না?

Samarendranath tagore: সমরেন্দ্রনাথ ঘোষ, অবনীন্দ্রনাথ ঠাকুরের এই ছাত্র ততটা পরিচিত নন, তাই না?

আসাদ মল্লিক

|

Updated on: Apr 30, 2023 | 6:23 PM

Samarendranath Tagore: অবনীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র এই শিল্পী ততটা পরিচিত নন, সমরেন্দ্র নাথ ঘোষ। ছবিগুলিতে ধরা পড়েছে এক অপ্রকাশিত শিল্পীর অজানা কাহিনী।

অবনীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র এই শিল্পী ততটা পরিচিত নন, সমরেন্দ্র নাথ ঘোষ। ছবিগুলিতে ধরা পড়েছে এক অপ্রকাশিত শিল্পীর অজানা কাহিনী। একসময় গুরুর আদেশ অনুসারে কাজ করেছেন বিজ্ঞাপনের জগতেও। ক্ষীরের পুতুলের প্রতিশোধ করেছেন সত্যজিৎ রায়, আর ভিতরের আঁকা গুলি এই শিল্পীর। বাংলা ঘরানার অংকনশৈলীর চর্চা কি এখন কমছে? এই প্রশ্ন উঠতে বাধ্য, উঠলও। প্রশান্ত দাঁ , শিল্প ঐতিহাসিক বলেন, ” কিছুতেই এই শিল্পের শেষ হতে পারে না।” , তাই শেষ নয়, এই প্রদর্শনীতে শুরু হল ফিরে দেখা বাংলা ঘরানার চিত্রশিল্পের দিকে।