Conjunctivitis In Bankura: দুই রোগে কমছে স্কুলের উপস্থিতি

Conjunctivitis In Bankura: দুই রোগে কমছে স্কুলের উপস্থিতি

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 28, 2023 | 7:08 PM

বাঁকুড়া জেলায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। তারই মাঝে এবার চোখ রাঙাতে শুরু করল কনজাংটিভাইটিস। চোখের ভাইরাল এই অসুখে আক্রান্তের সঠিক সংখ্যা জানা না গেলেও তা যে বিপুল তা এককথায় মানছেন স্বাস্থ্য দফতরও।

বাঁকুড়া জেলায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। তারই মাঝে এবার চোখ রাঙাতে শুরু করল কনজাংটিভাইটিস। চোখের ভাইরাল এই অসুখে আক্রান্তের সঠিক সংখ্যা জানা না গেলেও তা যে বিপুল তা এককথায় মানছেন স্বাস্থ্য দফতরও। এই পরিস্থিতিতে জেলার প্রায় প্রতিটি স্কুলেই কমছে উপস্থিতির হার। বাঁকুড়া জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আগেই পঞ্চাশ ছাড়িয়েছিল। ডেঙ্গি নিয়ন্ত্রণে আনতে রাতের ঘুম ছুটছে জেলা স্বাস্থ্য দফতরের। আর তারই মাঝে গোদের উপর বিষ ফোঁড়ার মতো এবার দেখা দিল কনজাংটিভাইটিস এর আক্রমণ। এই ভাইলার সংক্রমণ সবথেকে বেশি শিশুদের মধ্যে। প্রথমে চোখ লাল হওয়া, পরে চোখ থেকে ক্রমাগত জল পড়া ও চোখে অস্বস্তিকর অনুভূতি এই রোগের প্রধান লক্ষ্মণ। তবে স্বাস্থ্য দফতর জানাচ্ছে এই ভাইরাল অসুখের সাথে ব্যাক্টেরিয়ার সংক্রমণ ঘটে থাকলে দৃষ্টিশক্তির উপর তার প্রভাব পড়তে পারে। তবে এই ধরনের সব অসুখই চিকিৎসায় সারানো সম্ভব বলে দাবী স্বাস্থ্য দফতরের। স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কমবেশি সব হাসপাতালেই বৃদ্ধি পেয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার সংক্রমণের হার এবং সংক্রামিতের সংখ্যা অস্বাভাবিক রকমের বেশি বলে মনে করছে স্বাস্থ্য দফতর। এদিকে কনজাংটিভাইটিসে সংক্রমণ মাত্রা ছাড়ানোয় জেলার প্রায় প্রতিটি স্কুলেই কমেছে পড়ুয়ার উপস্থিতির হার। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে কিছু কিছু স্কুল কমজাংটিভাইটিসে আক্রান্তদের স্কুলে পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারী করেছে।