Bengali Mountaineer: শৃঙ্গ জিতেও হতাশ শৃঙ্গজয়ী!
ব্রহ্মা ১ পর্বত জয় করে বাড়ি ফিরলেন চুঁচুড়ার ঘরের ছেলে দেবাশীষ মজুমদার।হুগলির আরেক পর্বতারোহী পিয়ালী বসাকের মত পাহাড় তাকে টানে ছোটোবেলা থেকেই।
ব্রহ্মা ১ পর্বত জয় করে বাড়ি ফিরলেন চুঁচুড়ার ঘরের ছেলে দেবাশীষ মজুমদার।হুগলির আরেক পর্বতারোহী পিয়ালী বসাকের মত পাহাড় তাকে টানে ছোটোবেলা থেকেই। তাই বারবার ছুটে যান পাহাড়ে।পিয়ালী যেমন অসুস্থ বাবাকে রেখে মাকালু অভিযানে গিয়েছিলেন তেমনই বিছানায় শয্যাশাই অসুস্থ মাকে রেখে পর্বত অভিযানে গিয়েছিলেন দেবাশীষ। ৪৪ বছর পর কাশ্মিরের বিপদজনক শৃঙ্গ ব্রহ্মা ১ এ পা রাখলো কোনো ভারতীয় অভিযাত্রী দল। সোনারপুরের আরোহী অভিযাত্রী দলের ১২ জন সদস্যের মধ্যে ছিলেন চুঁচুড়ার দেবাশিষ।প্রবল প্রতিকুলতাকে উপেক্ষা করে ৬৪১৬ মিটার উচ্চতায় পৌঁছে যান পর্বতারোহীরা।ব্রহ্মা ১ জিতে বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরেন দেবাশীষ।দেবাশীষের মামা রতন সাহা মিষ্টি মুখ করিয়ে ভাগ্নাকে স্বাগত জানান। ঘরে ফিরেই অসুস্থ মায়ের কাছে গিয়ে প্রণাম করে আশির্বাদ নেন। বাকরুদ্ধ মা রীনা মজুমদার নিস্পলক দৃষ্টিতে চেয়ে থাকেন পর্বত জয়ী ছেলের দিকে।দেবাশীষের আক্ষেপ তাঁদের এই জয় নিয়ে কাশ্মীরে কি উচ্ছাস দেখেছেন,কিস্তওয়ার জেলার জেলাশাসক উপস্থিত থেকে সম্মান জানিয়েছেন তাদের।আর নিজের এলাকায় ফিরে কিছুটা যেন ব্রাত্যই থেকে গেলেন।এর আগে হিমাচলের ইন্দ্রাসন ও দেওটিব্বা শৃঙ্গ করেছিলেন দেবাশীষ।।