Cultivation Poisoning: বিষ ছড়িয়ে নষ্ট করে দেওয়া হল ক্ষেত, মাথায় হাত কৃষকের
জানা গেছে ঠিক রাজগঞ্জ ব্লকের সীতাগুড়ি গ্রামের বাসিন্দা পেশায় কৃষক রাশিদুল হক। তার দুই বিঘা জমিতে এবার বেগুন ও ঢ্যাঁড়স চাষ করেছিলেন। বর্তমানে গড়ে প্রতিদিন ৪০ কিলো বেগুন আর ২০ কিলো ঢ্যাঁড়স পাইকারি বাজারে বিক্রি করে ভালো আয় পাচ্ছিলেন। কিন্তু এভাবে বিষ প্রয়োগের ফলে তার সব শেষ হয়ে গেলো।
রাজগঞ্জ ব্লকের এক কৃষকের জমিতে গত দু বছর ধরে মাঝে মধ্যেই বিষ ছিটিয়ে নষ্ট করে দেওয়া হচ্ছে তার জমির ফসল। লাগাতার চলা এই ঘটনায় কার্যত কোমড় ভাঙতে বসেছে ওই চাষী ভাইয়ের। প্রাথমিক ভাবে জানা গেছে ওই জমিতে মাত্রাতিরিক্ত আগাছা মারার ওষুধ প্রয়োগ করা হয়েছে। যার জেরেই এই জাতীয় সর্বনাশা পরিস্থিতি তৈরী হয়েছে।তবে এহেন ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন স্থানীয় মাতব্বরেরা।
জানা গেছে ঠিক রাজগঞ্জ ব্লকের সীতাগুড়ি গ্রামের বাসিন্দা পেশায় কৃষক রাশিদুল হক। তার দুই বিঘা জমিতে এবার বেগুন ও ঢ্যাঁড়স চাষ করেছিলেন। বর্তমানে গড়ে প্রতিদিন ৪০ কিলো বেগুন আর ২০ কিলো ঢ্যাঁড়স পাইকারি বাজারে বিক্রি করে ভালো আয় পাচ্ছিলেন। কিন্তু এভাবে বিষ প্রয়োগের ফলে তার সব শেষ হয়ে গেলো।
রশিদুল বাবুর অভিযোগ এবারে ৪০ হাজার টাকা ঋন করে তার দুই বিঘা জমিতে বেগুন ও ঢ্যাঁড়স চাষ করেছিলেন। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা আগাছানাশক ওষুধ দিয়ে ক্ষেত নষ্ট করে দিয়েছে। কিছুদিন আগেও অন্য একটি চাষের জমিতে এভাবেই বিষ দেওয়া হয়েছিল। এর আগেও তার কুমড়ো ক্ষেতেও একই কায়দায় ক্ষতি করা হয়েছিল।তাই এবারে তিনি স্থানীয় মাতব্বর দের দারস্থ হয়েছেন।
স্থানীয় মাতব্বর সাফিউল বাড়ি বলেন দেখে মনে হচ্ছে সম্ভবত বুধবার রাতে ক্ষেতে এই বিষ ছিটিয়ে দেওয়া হয়েছে। তাই বড় ক্ষতির মুখে পড়ে গেলেন এই কৃষক। শত্রুতাবশত বিষ প্রয়োগ করা হতে পারে। তাই যেই করে থাকুক না কেনো তার এই জাতীয় কাজ করবার আগে একবার ভাবা দরকার এই ক্ষতি শুধু কৃষকের নয়। এই ক্ষতি আমাদেরও।কারন এই ভাবে বিঘার পর বিঘা জমিতে যদি এই জাতীয় বিষ মাত্রাতিরিক্ত প্রয়োগ করা হয় তবে জমি গুলি বন্ধ্যা হয়ে যাবে। আর চাষবাস হবে না। পরোক্ষভাবে আমাদেরকেই অনেক দামে সবজি কিনতে হবে। তাই এই কাজ যারা করেছে তাদের কঠোর শাস্তির দাবীতে আমরা পুলিশ প্রশাসনের দারস্থ হব।