Dengue News: বাড়ির ছাদে ডেঙ্গির লার্ভা!

Dengue News: বাড়ির ছাদে ডেঙ্গির লার্ভা!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 28, 2023 | 6:52 PM

রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। উদ্বিগ্ন স্বাস্থ স্বাস্থ্য দফতর। ডেঙ্গিতে মৃত্যু হয়েছে অনেকের। সেই জায়গায় দাঁড়িয়ে বরানগর পুরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা দে অভিযানে বেরোন।

রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। উদ্বিগ্ন স্বাস্থ স্বাস্থ্য দফতর। ডেঙ্গিতে মৃত্যু হয়েছে অনেকের। সেই জায়গায় দাঁড়িয়ে ডেঙ্গি সচেতনা অভিযানে। অভিযানে গিয়ে বাড়ির ছাদ থেকে জমা জলে মিলল মশার লার্ভা। দেওয়া হল নোটিস। প্রয়োজনে পুলিশের দ্বারস্থ হওয়ার নির্দেশ বরানগর পুরসভার। শুক্রবার সকালে বরানগর পুরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা দে অভিযানে বেরোন। বরানগর মতিলাল মল্লিক লেন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বাড়ির ছাদ দেখেন কোথাও জমা জল আছে কিনা দেখে ও কিছু কিছু বাড়ি চিহ্নিত করে পৌরসভার থেকে নোটিস দেয়। এলাকায় মশার উপদ্রপ কমাতে ড্রেনে গাপ্পি মাছ ছাড়া হয়। বাড়ির বাড়ি গিয়ে এলাকার মানুষকে সতর্ক করে কারোর জ্বর আছে কিনা খোঁজ নেন। এলাকায় ডেঙ্গি মশার লার্ভা পাওয়াকে কেন্দ্র করে মানুষের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। তৎপরতার সাথে ডেঙ্গি মোকাবিলায় উদ্যোগী হয়েছে বরানগর পৌরসভা।