Basirhat News: বসিরহাট সীমান্তে সীমান্তে শিরিষ গাছে বিপদ
গুরুত্বপূর্ণ এই রাস্তায় ধারে বিপজ্জনক ভাবে এই গাছ থাকার কারণে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে এলাকাবাসীদের। এর আগে গাছের ডাল ভেঙে ঘটেছে বিপত্তি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। বিশেষ করে সামান্য একটু ঝড়-বৃষ্টি বা হাওয়া হলেই গাছের ডাল ভেঙে পড়ছে আবার কখনো গাছ উপড়ে পড়ে রাস্তা আটকে যানজটের সৃষ্টি হচ্ছে। যার জেরে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ
বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের বাঁকড়া, শিরিষতলা, কনকনগর ও স্বরূপকাঠি সহ একাধিক এলাকায় হাসনাবাদ-লেবুখালি সুন্দরবনগামী রোডে দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার ধারে বেশ কিছু শিরিষ গাছ বিপজ্জনক অবস্থায় মৃত অবস্থায় দাঁড়িয়ে আছে। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে সুন্দরবন এলাকার সাধারণ মানুষের যাতায়াত করেন। অন্যদিকে সুন্দরবনের ভারত-বাংলাদেশ জল সীমান্তে যাওয়ার জন্য বিএসএফও এই রাস্তা ব্যবহার করে থাকে। গুরুত্বপূর্ণ এই রাস্তায় ধারে বিপজ্জনক ভাবে এই গাছ থাকার কারণে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে এলাকাবাসীদের। এর আগে গাছের ডাল ভেঙে ঘটেছে বিপত্তি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। বিশেষ করে সামান্য একটু ঝড়-বৃষ্টি বা হাওয়া হলেই গাছের ডাল ভেঙে পড়ছে আবার কখনো গাছ উপড়ে পড়ে রাস্তা আটকে যানজটের সৃষ্টি হচ্ছে। যার জেরে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এখনই শুরু হয়ে গিয়েছে ঝড় বৃষ্টি, আর সামনেই বর্ষাকাল। বনদপ্তরের তরফে সরকারি ভাবে গাছগুলিকে মার্কিং করা হয়েছে কাটার জন্য। কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। এই রাস্তায় ওই শুকিয়ে যাওয়া শিরিষ গাছের ডাল ভেঙে পড়ে একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ রাজেশ মন্ডল বলেন, “পঞ্চায়েত সমিতিতে বৈঠকের পর আমরা লিখিত ভাবে বনদপ্তরকে এই গাছ গুলি সম্পর্কে জানিয়েছিলাম। তারা আমাদের জানিয়েছিলেন গাছগুলি কাটার জন্য মার্কিং হয়ে গিয়েছে, খুব দ্রুতই সেগুলি কেটে ফেলা হবে।” অবিলম্বে গাছগুলি কাটার আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা নয়তো একদিকে যেমন দুর্ঘটনার প্রবণতা বাড়বে অন্যদিকে পরিবেশ দূষণও হতে পারে।