5

Earendel Star: সুদূরের তারা

নাসার হাবল ও জেমস ওয়েব টেলিস্কোপের সৌজন্যে রোজ মহাবিশ্বের নতুন নতুন ছবি আসছে। এর মধ্যেই এল দূরবর্তী নক্ষত্রের ছবি। ইয়েরেন্ডেল নাম দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই নক্ষত্র সূর্যের ৫০ গুণ বড়। সূর্যের থেকে এক মিলিয়ন গুণ উজ্জ্বল ও উত্তপ্ত এই নক্ষত্র।

Earendel Star: সুদূরের তারা
| Edited By: | Updated on: Sep 10, 2023 | 6:56 PM

নাসার হাবল ও জেমস ওয়েব টেলিস্কোপের সৌজন্যে রোজ মহাবিশ্বের নতুন নতুন ছবি আসছে। এর মধ্যেই এল দূরবর্তী নক্ষত্রের ছবি। ইয়েরেন্ডেল নাম দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই নক্ষত্র সূর্যের ৫০ গুণ বড়। সূর্যের থেকে এক মিলিয়ন গুণ উজ্জ্বল ও উত্তপ্ত এই নক্ষত্র। একটি পুরনো শব্দ থেকেই উদ্ভব এই ইয়েরেন্ডেলের। এর অর্থ উদীয়মান আলো। ২০২২ এ প্রথমবার হাবেল টেলিস্কোপে দেখা যায় ইয়েরেন্ডেলকে। পৃথিবী থেকে ইয়েরেন্ডেলের দূরত্ব ২৮ বিলিয়ন আলোকবর্ষ। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন হাইড্রোজেন ও হিলিয়ামে ভরা এই নক্ষত্র। এই নতুন তারা মহাবিশ্বের অনেক অজানা তথ্য জানাবে আশা বিজ্ঞানীদের। ২০১৮এ হাব্ল টেলিস্কোপে ধরা পড়ে ইকারাস নামক এক নক্ষত্র। ইকারাস থেকে পৃথিবীর দূরত্ব ১৪.৪ বিলিয়ন আলোকবর্ষ। আপাতত ইকারাসকে টেক্কা দিয়ে ইয়েরেন্ডেল দূরবর্তী নক্ষত্র। তবে মহাবিশ্বে এটাই দূরতম নক্ষত্র কিনা তা আগামী দিনই বলবে।

Follow Us: