Youtube: ইউটিউবে ৫০০ সাবস্ক্রাইবারেই বাজিমাত!
ইউটিউব থেকে আয় করা এখন অনেকটাই সহজ হয়ে গেল। আগে নিয়ম ছিল, ইউটিউবে সাবস্ক্রাইবার ১০০০ হলেই মনিটাইজেশন শুরু হতো। এবার সাবস্ক্রাইবার ৫০০ হলেই আয় করা যাবে ইউটিউব থেকে। ইউটিউবে আগের থেকে সাবস্ক্রাইবারের সংখ্যা ৫০% কমানো হয়েছে।
ইউটিউব থেকে আয় করা এখন অনেকটাই সহজ হয়ে গেল। আগে নিয়ম ছিল, ইউটিউবে সাবস্ক্রাইবার ১০০০ হলেই মনিটাইজেশন শুরু হতো। এবার সাবস্ক্রাইবার ৫০০ হলেই আয় করা যাবে ইউটিউব থেকে। ইউটিউবে আগের থেকে সাবস্ক্রাইবারের সংখ্যা ৫০% কমানো হয়েছে। এছাড়া কমানো হয়েছে ওয়াচ আওয়ার। আগে মনিটাইজেশন করার জন্য ওয়াচ আওয়ার করতে হতো ৪০০০ ঘণ্টা। সেই ওয়াচ আওয়ার কমিয়ে করা হয়েছে ৩০০০ ঘণ্টা। শর্টস ভিডিওর টার্গেটও কমানো হয়েছে। আগে শর্টস ভিডিওর ক্ষেত্রে, ১০ মিলিয়ন ভিউ করতে হতো। এখন সেই ভিউ কমিয়ে ৩ মিলিয়ন করা হয়েছে। এই নিয়মগুলো মানলেই মোটা টাকা আয় করতে পারবেন। কিন্তু এই সুযোগ সবাই পাবেন না। কানাডা,আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান দেশের ব্যবহারকারীরা এই সুযোগ পাবেন
Latest Videos