Bajaj NS200: BMW-র ভারত যোগ জানতেন?
বাজাজ পালসার জনপ্রিয় মোটরবাইক। ভারতের বাজার ছাড়াও জগৎজোড়া খ্যাতি এই বাইকের। বাজাজের NS200 আকর্ষণীয় একটি মডেল। ২০১২তে বাজারে আসে এই বাইক। গত ১১ বছর দুরন্ত পারফরমেন্স দিচ্ছে এই স্পোর্টস বাইক। মাস্কুলার এই বাইক অনেক সংস্থার থেকে বাইক অফ দ্য ইয়ার পুরস্কারও পায়।
বাজাজ পালসার জনপ্রিয় মোটরবাইক। ভারতের বাজার ছাড়াও জগৎজোড়া খ্যাতি এই বাইকের। বাজাজের NS200 আকর্ষণীয় একটি মডেল। ২০১২তে বাজারে আসে এই বাইক। গত ১১ বছর দুরন্ত পারফরমেন্স দিচ্ছে এই স্পোর্টস বাইক। মাস্কুলার এই বাইক অনেক সংস্থার থেকে বাইক অফ দ্য ইয়ার পুরস্কারও পায়। কিন্তু জানেন কি এই বাইকটির ডিজাইনার কে? কোনও ভারতীয় নন বরং বিশ্বখ্যাত এক বাইক ডিজাইনার। তাঁর হাতের জাদুতে আন্তর্জাতিক ছোঁয়া পায় বাজাজ। জার্মান অটোমোবাইল ডিজাইনার এডগার হেনরিখ। BMW থেকে বাজাজে এসে তিনি বাজাজের ভাইস প্রেসিডেন্ট প্রোডাক্ট ডিজাইন পদে যোগ দেন। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত এডগার থাকেন বাজাজে। এডগার হেনরিখ জার্মান মোটরসাইকেল জায়ান্ট BMWতে ১৯৮৬ থেকে ২০০৯ পর্যন্ত চিফ ডিজাইনার হিসাবে ছিলেন। বাজাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন হবার পর তিনি আবার যোগ দেন BMWতে। বর্তমানে এডগার বিএমডব্লিউয়ের মুখ্য ডিজাইনার হিসাবে আছেন। এডগারের ডিজাইন করা বাইক। BMW S1000RR, Paris-Dakar Rally, HP2 Enduro, R 1150 GS, R 1200 GS । নিজের ক্যারিয়ারে একরাশ দুরন্ত ডিজাইনের বাইকের নকশা তৈরি করেছেন এডগার হেনরিখ।