Bankura News: নির্বাচনী বিধি লাগু,তবুও ঝুলছে বিজ্ঞাপন!

Bankura News: নির্বাচনী বিধি লাগু,তবুও ঝুলছে বিজ্ঞাপন!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 10, 2023 | 4:20 PM

অভিযোগ পেতেই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার আস্বাস ব্লক প্রশাসনের। গতকাল নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই তড়িঘড়ি আজ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে মনোনয়ন। বাঁকুড়া জেলার বিডিও অফিস গুলিতে উৎসবের মেজাজে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন পর্ব। মনোনয়ন শুরু হতেই নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল খোদ ব্লক প্রশাসনের বিরুদ্ধে।

রাজ্য নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। চালু হয়েছে আদর্শ নির্বাচন বিধি। কিন্তু সেই বিধিকে থোড়াই কেয়ার। খোদ বিডিও অফিসেই দেদার ঝুলছে সরকারি বিজ্ঞাপনের হোর্ডিং। যা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। অভিযোগ পেতেই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার আস্বাস ব্লক প্রশাসনের। গতকাল নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই তড়িঘড়ি আজ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে মনোনয়ন। বাঁকুড়া জেলার বিডিও অফিস গুলিতে উৎসবের মেজাজে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন পর্ব। মনোনয়ন শুরু হতেই নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল খোদ ব্লক প্রশাসনের বিরুদ্ধে। এদিন বাঁকুড়া এক নম্বর ব্লকের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিডিও অফিস চত্বরে। বাঁকুড়ার বিজেপির বিধায়ক নিলাদ্রী শেখর দানা স্পষ্টতই এই ঘটনার জন্য প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন । তৃনমূলের দাবী গতকাল নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর আজ সকাল থেকে বিডিও অফিসের কর্মীরা মনোনয়নের কাজে ব্যস্ত থাকায় বিজ্ঞাপণ খোলার সময় পায়নি। সেকারনেই এই সমস্যা তৈরী হয়েছে। ঘটনা নিয়ে তোলপাড় শুরু হতেই বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন নির্বাচনী বিধি দেখাশোনার জন্য দল তৈরী আছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।