Electric Car: ‘পয়সা উসুল’ হবে এই ইলেকট্রিক কারে

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 05, 2023 | 5:01 PM

সাংহাই অটো এক্সপোয় আত্মপ্রকাশ করল বিওয়াইডি সিগাল। এই গাড়ি একবার চার্জে চলে ৪০৫ কিমি। ভারতে শীঘ্রই লঞ্চ হবে এই গাড়ি। বর্তমানে ভারতের বাজারে দুটি বাজেট ই কার রয়েছে। টাটা টিয়াগো এবং এমজি কমেট। টাটা টিয়াগোর দাম ৮.৬৯ লাখ থেকে ১২.০৪ লাখ টাকা।

সাংহাই অটো এক্সপোয় আত্মপ্রকাশ করল বিওয়াইডি সিগাল। এই গাড়ি একবার চার্জে চলে ৪০৫ কিমি। ভারতে শীঘ্রই লঞ্চ হবে এই গাড়ি। বর্তমানে ভারতের বাজারে দুটি বাজেট ই কার রয়েছে। টাটা টিয়াগো এবং এমজি কমেট। টাটা টিয়াগোর দাম ৮.৬৯ লাখ থেকে ১২.০৪ লাখ টাকা। এমজি কমেটের দাম ৭.৯৮ থেকে ৯.৯৮ লাখ টাকা। টাটা টিয়াগো একবার চার্জে চলে ২৫০ কিমি। এমজি কমেট একবার চার্জে চলে ২৩০ কিমি। এখানেই পার্থক্য গড়বে বিওয়াইডি সিগাল। এই গাড়ি একবার চার্জে চলবে ৪০৫ কিমি। গাড়িটি ৩৭৮০ মিমি লম্বা, ১৭১৫ মিমি চওড়া এবং ১৫৪০ মিমি উঁচু। বিওয়াইডি সিগালের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিমি। আছে ৭৪ ও ৯৪ হর্স পাওয়ারের ২টি ইঞ্জিন। এটি প্রথম ইলেকট্রিক গাড়ি যাতে থাকছে সোডিয়াম আয়ন ব্যাটারি। এতে রয়েছে ৫ ইঞ্চির ইন্সট্রুমেন্ট কনসোল। এর টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট স্ক্রিন ১২.৮ ইঞ্চির। আছে আইস ব্রেকিং আইস হেড লাইট ও এলইডি টেল লাইট।

Published on: Jul 05, 2023 04:13 PM