Paschim Medinipur News: অন্ধকারে বিদ্যাসাগরের গ্রাম

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Nov 30, 2023 | 4:21 PM

বছর তিনেক আগে ঘটা করে পথবাতি চালু করে বীরসিংহ গ্রামকে আলোই মুড়ে দিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। বছর ঘুরতে না ঘুরতে একের পর এক অথবা পথবাতী অকেজো হতে থাকে বলে অভিযোগ। বর্তমানে প্রায় অন্ধকারে ডুবে গিয়েছে বীরসিংহ গ্রাম। পদবাতি অকেজ হওয়ায় ক্ষোভ বাড়ছে বীরসিংহ গ্রামের বাসিন্দাদের মধ্যে।

Follow Us

অন্ধকারে ডুবলো বিদ্যাসাগরের গ্রাম বীরসিংহ। বছর তিনেক আগে ঘটা করে পথবাতি চালু করে বীরসিংহ গ্রামকে আলোই মুড়ে দিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। বছর ঘুরতে না ঘুরতে একের পর এক অথবা পথবাতী অকেজো হতে থাকে বলে অভিযোগ। বর্তমানে প্রায় অন্ধকারে ডুবে গিয়েছে বীরসিংহ গ্রাম। পদবাতি অকেজ হওয়ায় ক্ষোভ বাড়ছে বীরসিংহ গ্রামের বাসিন্দাদের মধ্যে।
একের পর এক পথবাতী যে অকেজো তার স্বীকার করেছেন বীরসিংহ উন্নয়ন পর্ষদের সচিব তথা ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। তিনি বলেন বিদ্যাসাগর স্মৃতি মন্দির সংলগ্ন এলাকায় আলো রয়েছে কিন্তু গ্রামের রাস্তায় বেশ কিছু পথবাতী অকেজো তাই পথবাতী মেরামতির জন্য এস্টিমেট পাঠানো হয়েছে। উল্লেখ্য ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী পালনের সময় বীরসিংহ গ্রামকে আদর্শ হিসেবে গড়ে তোলার ঘোষণা করা হয়েছিল। তার অঙ্গ হিসাবেই বীরসিংহ গ্রামকে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। মোট ৬৬২টি পথবাটি বসানো হয় । বছর ঘুরতে না ঘুরতেই একের পর এক পথবাতি অকেজো হয়ে হতে শুরু করে বলে অভিযোগ। সন্ধ্যার পর আলো জলে না পথবাতীতে। কোন কোন পথবাতীর বালব উদ্ভব হয়ে গিয়েছে। কোথাও আবার স্থানীয় মানুষ ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিয়েছেন বাল্ব। বর্তমানে ৪৬২ টি পথবাতী অকেজো হয়ে পড়ে রয়েছে। স্থানীয় মানুষ চাইছেন প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি ঘাটালের বীরসিংহ গ্রামকে আবার আলোয় ফিরিয়ে আনুক।

অন্ধকারে ডুবলো বিদ্যাসাগরের গ্রাম বীরসিংহ। বছর তিনেক আগে ঘটা করে পথবাতি চালু করে বীরসিংহ গ্রামকে আলোই মুড়ে দিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। বছর ঘুরতে না ঘুরতে একের পর এক অথবা পথবাতী অকেজো হতে থাকে বলে অভিযোগ। বর্তমানে প্রায় অন্ধকারে ডুবে গিয়েছে বীরসিংহ গ্রাম। পদবাতি অকেজ হওয়ায় ক্ষোভ বাড়ছে বীরসিংহ গ্রামের বাসিন্দাদের মধ্যে।
একের পর এক পথবাতী যে অকেজো তার স্বীকার করেছেন বীরসিংহ উন্নয়ন পর্ষদের সচিব তথা ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। তিনি বলেন বিদ্যাসাগর স্মৃতি মন্দির সংলগ্ন এলাকায় আলো রয়েছে কিন্তু গ্রামের রাস্তায় বেশ কিছু পথবাতী অকেজো তাই পথবাতী মেরামতির জন্য এস্টিমেট পাঠানো হয়েছে। উল্লেখ্য ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী পালনের সময় বীরসিংহ গ্রামকে আদর্শ হিসেবে গড়ে তোলার ঘোষণা করা হয়েছিল। তার অঙ্গ হিসাবেই বীরসিংহ গ্রামকে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। মোট ৬৬২টি পথবাটি বসানো হয় । বছর ঘুরতে না ঘুরতেই একের পর এক পথবাতি অকেজো হয়ে হতে শুরু করে বলে অভিযোগ। সন্ধ্যার পর আলো জলে না পথবাতীতে। কোন কোন পথবাতীর বালব উদ্ভব হয়ে গিয়েছে। কোথাও আবার স্থানীয় মানুষ ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিয়েছেন বাল্ব। বর্তমানে ৪৬২ টি পথবাতী অকেজো হয়ে পড়ে রয়েছে। স্থানীয় মানুষ চাইছেন প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি ঘাটালের বীরসিংহ গ্রামকে আবার আলোয় ফিরিয়ে আনুক।

Next Video