Electric Protest: আলোর দেখা নেই ৩দিন!
গ্রামে ৩ দিন ধরে বিদ্যুৎ না থাকায় কয়েকশো গ্রামবাসী একত্রিত হয়ে বিদ্যুৎ দপ্তরের ভেতরে ঢুকে বিক্ষোভ ও দপ্তর ঘেরাও করে রাখে। পরিস্থিতি সামাল দিতে হয় পুলিশকে। গোঘাট ১ নম্বর ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েতের ফকিরপাড়া এলাকায় গত তিন'দিন ধরে বিদ্যুৎ না থাকাই বিদ্যুৎ অফিসে বিক্ষোভ। গ্রামবাসীদের অভিযোগ, গত তিন দিন আগে গ্রামের বিদ্যুতের ট্রান্সফরমারটি পুড়ে যায় ।
গ্রামে ৩ দিন ধরে বিদ্যুৎ না থাকায় কয়েকশো গ্রামবাসী একত্রিত হয়ে বিদ্যুৎ দপ্তরের ভেতরে ঢুকে বিক্ষোভ ও দপ্তর ঘেরাও করে রাখে। পরিস্থিতি সামাল দিতে হয় পুলিশকে। গোঘাট ১ নম্বর ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েতের ফকিরপাড়া এলাকায় গত তিন’দিন ধরে বিদ্যুৎ না থাকাই বিদ্যুৎ অফিসে বিক্ষোভ। গ্রামবাসীদের অভিযোগ, গত তিন দিন আগে গ্রামের বিদ্যুতের ট্রান্সফরমারটি পুড়ে যায় । বিদ্যুৎ দপ্তরের স্থানীয় অফিসে জানানোর পরেও বিদ্যুৎ দপ্তরের আজও পর্যন্ত ট্রান্সফরমার লাগায়নি। এই নিয়ে গ্রামবাসীরা বারে বারে গোঘাট স্টেশন ম্যানেজারের অফিসে খোঁজখবর নেন । প্রতি বাড়ি আশ্বাস দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে মাছিরা একত্রিত হয়ে প্রথমে গোঘাট স্টেশন ম্যানেজারের অফিস ঘেরাও করে ও বিদ্যুৎ দপ্তরের অফিসের ভিতরে ঢুকে গিয়ে বিক্ষোভ দেখায়। বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোঘাট থানার পুলিশ।