Emergency Alert On Mobile: ফোনে হঠাৎ এমার্জেন্সি এলার্ট কেন?

Emergency Alert On Mobile: ফোনে হঠাৎ এমার্জেন্সি এলার্ট কেন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 27, 2023 | 1:22 PM

১৭ অগাস্ট ফোনে এমার্জেন্সি অ্যালার্ট। ঘাবড়ে যান অনেকেই। মেসেজ পাঠায় সেল ব্রডকাস্টিং সিস্টেম। বিএসএনএল ও জিও নেটওয়ার্কের গ্রাহকরা এই মেসেজ পান। এমার্জেন্সি অ্যালার্ট পাঠানো হয় একটি পরীক্ষার জন্য। ভয়ের কোনও কারণ নেই।

১৭ অগাস্ট ফোনে এমার্জেন্সি অ্যালার্ট। ঘাবড়ে যান অনেকেই। মেসেজ পাঠায় সেল ব্রডকাস্টিং সিস্টেম। বিএসএনএল ও জিও নেটওয়ার্কের গ্রাহকরা এই মেসেজ পান। এমার্জেন্সি অ্যালার্ট পাঠানো হয় একটি পরীক্ষার জন্য। ভয়ের কোনও কারণ নেই। লক্ষ্য নিরাপত্তা বাড়ানো। এই মেসেজে পদক্ষেপের দরকার নেই। এই পরীক্ষা নানা জায়গায় করা হবে। জরুরি সতর্কতা সম্প্রচারের জন্য এই পদক্ষেপ। এই মেসেজ অনেকের ফোনে ২০ জুলাই এসেছে। তখন ফোনে অ্যালার্মের মত আওয়াজ শোনা যায়। গ্রাহকরা মেসেজ ‘ OK’না করা পর্যন্ত এই আওয়াজ হয়। এই প্রযুক্তি আগে বিদেশ থেকে নেওয়া হত। তবে এখন এই দেশেই শুরু হয়েছে চেষ্টা। প্রাকৃতিক দুর্যোগে পাঠানো হয় এই সতর্কতা। এখন শুধু বিএসএনএল ও জিও নেটওয়ার্কে পরীক্ষা চলছে। পরে অন্যান্য নেটওয়ার্কেও এই পরীক্ষা চলবে।