Interesting Fact Of Buddhist Monk: ধনকুবের সন্ন্যাসী!
অগাধ সম্পত্তি ছেড়ে সন্ন্যাস। জীবন কাটছে ভিক্ষা করে। এমনটাই করেছেন আজহান সিরিপানিয়ো। তিনি মালয়েশিয়ার বৌদ্ধ ভিক্ষু। আজহান ব্রিটেনে পড়াশোনা করেন।
অগাধ সম্পত্তি ছেড়ে সন্ন্যাস। জীবন কাটছে ভিক্ষা করে। এমনটাই করেছেন আজহান সিরিপানিয়ো। তিনি মালয়েশিয়ার বৌদ্ধ ভিক্ষু। আজহান ব্রিটেনে পড়াশোনা করেন। আজহানের বাবা আনন্দ কৃষ্ণণ, মালয়েশিয়ার ধনকুবের। তাঁর সম্পত্তি প্রায় ৪০ হাজার কোটি। তবুও তিনি তাঁর বাবার ব্যবসা করেননি। আজহান বেছে নেন আধ্যাত্মিক জীবনকেই। চলে যান বৌদ্ধ মঠে। পরিবারের তরফে কেউ তাঁকে বাধা দেননি। আজহানের সিদ্ধান্তকে স্বাগত জানায় তাঁর পরিবার। তিনি থাইল্যান্ডের দতাও দমে মঠে আছেন। ভিক্ষা করেই কাটছে আজহানের জীবন। প্রায় ৮টি ভাষা জানেন। সম্প্রতি রবিন শর্মার Monk who sold his Ferrari বইয়ের সঙ্গে আজহানের মিল আছে। জুলিয়ান ম্যান্টল চরিত্রটিও বাড়ি, গাড়ি ছেড়ে বেছে নেয় আধ্যাত্মিক জীবন
Latest Videos