EPFO Pension: বেসরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন? মাত্র ১০০০ টাকায় চালান সংসার

Aug 01, 2024 | 4:20 PM

গোটা দেশে প্রায় ৩ কোটি মানুষ ইপিএফও থেকে মাসে ১ হাজার টাকাই পেনশন বাবদ হাতে পান। ১ কোটি ৭০ লক্ষ গ্রাহকের পেনশন মাসে এক হাজার থেকে এক হাজার পাঁচশো টাকা। দেড় থেকে দু-হাজার টাকা পেনশন পান, এমন গ্রাহকের সংখ্যা কমবেশি ৮০ লক্ষ।

Follow Us

ইপিএফের ন্যূনতম পেনশন বাড়ছে না। ন্যূনতম পেনশন বাড়ানোর সুপারিশ করেছিল হাই-পাওয়ার্ড কমিটি। তাই অনেকে আশায় ছিলেন। তবে, আশাই সার। ইপিএফের ন্যূনতম পেনশন সেই ১ হাজার টাকাই থাকছে। মাসে মাত্র হাজার টাকায় কিছুই হয় না। অথচ আমাদের মতো বহু, বহু মানুষকে বলা হচ্ছে যে এই এক হাজার টাকাতেই সংসার চালাতে হবে। অবসরের পর এটাই আপনার পেনশন।

তথ্য বলছে, গোটা দেশে প্রায় ৩ কোটি মানুষ ইপিএফও থেকে মাসে ১ হাজার টাকাই পেনশন বাবদ হাতে পান। ১ কোটি ৭০ লক্ষ গ্রাহকের পেনশন মাসে এক হাজার থেকে এক হাজার পাঁচশো টাকা। দেড় থেকে দু-হাজার টাকা পেনশন পান, এমন গ্রাহকের সংখ্যা কমবেশি ৮০ লক্ষ। আর পাঁচ হাজার টাকার বেশি পেনশন পান, এমন গ্রাহকের সংখ্যাটা শুনবেন? ৩০ হাজারেরও অনেকটা কম। কমবেশি ১০ কোটি গ্রাহক। কিন্তু পাঁচ হাজারের বেশি পেনশন পান মাত্র ২৬ হাজার ৭৬৯ জন। ভাবুন একবার। শেষবার ১০ বছর আগে ইপিএফের ন্যূনতম পেনশন কিছুটা বেড়েছিল। তারপর আর বাড়েইনি। গত দশ বছরে বারবার পেনশন বাড়ানোর দাবি উঠেছে। সরকার শুনেও শুনছে না। কেন? ইপিএফের হাতে পেনশন বাড়ানোর মতো টাকা নেই?

ইপিএফও-র হাতে যে টাকা আছে, যে পরিমাণ সম্পদ রয়েছে, তা দিয়ে সহজেই ন্যূনতম ২ হাজার টাকা পেনশন দেওয়া সম্ভব। সেটা হিসেব করেই ন্যূনতম পেনশন বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। কেন্দ্রও চাইলে ইপিএফও-কে পেনশন বাবদ বাজেট বরাদ্দ করতে পারে। সবটাই হতে পারে, কিন্তু কিছুই হয় না। যেখানে একজন সরকারি কর্মীর মাসিক পেনশন কমপক্ষে ৩০ হাজার টাকা। সেখানে একজন বেসরকারি কর্মীর জন্য বরাদ্দ এক হাজার টাকা। এর প্রতিবাদে আজ থেকে দেশব্যাপী আন্দোলনে নেমেছে বিজেপি-সহ অধিকাংশ রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন। এদিন যন্তর মন্তরে দীর্ঘক্ষণ ধর্নায় বসেন আন্দোলনকারীরা। এতে যদি সরকার বাহাদুরের টনক একটু হলেও নড়ে, তাহলে আমাদের সবারই ভাল।

ইপিএফের ন্যূনতম পেনশন বাড়ছে না। ন্যূনতম পেনশন বাড়ানোর সুপারিশ করেছিল হাই-পাওয়ার্ড কমিটি। তাই অনেকে আশায় ছিলেন। তবে, আশাই সার। ইপিএফের ন্যূনতম পেনশন সেই ১ হাজার টাকাই থাকছে। মাসে মাত্র হাজার টাকায় কিছুই হয় না। অথচ আমাদের মতো বহু, বহু মানুষকে বলা হচ্ছে যে এই এক হাজার টাকাতেই সংসার চালাতে হবে। অবসরের পর এটাই আপনার পেনশন।

তথ্য বলছে, গোটা দেশে প্রায় ৩ কোটি মানুষ ইপিএফও থেকে মাসে ১ হাজার টাকাই পেনশন বাবদ হাতে পান। ১ কোটি ৭০ লক্ষ গ্রাহকের পেনশন মাসে এক হাজার থেকে এক হাজার পাঁচশো টাকা। দেড় থেকে দু-হাজার টাকা পেনশন পান, এমন গ্রাহকের সংখ্যা কমবেশি ৮০ লক্ষ। আর পাঁচ হাজার টাকার বেশি পেনশন পান, এমন গ্রাহকের সংখ্যাটা শুনবেন? ৩০ হাজারেরও অনেকটা কম। কমবেশি ১০ কোটি গ্রাহক। কিন্তু পাঁচ হাজারের বেশি পেনশন পান মাত্র ২৬ হাজার ৭৬৯ জন। ভাবুন একবার। শেষবার ১০ বছর আগে ইপিএফের ন্যূনতম পেনশন কিছুটা বেড়েছিল। তারপর আর বাড়েইনি। গত দশ বছরে বারবার পেনশন বাড়ানোর দাবি উঠেছে। সরকার শুনেও শুনছে না। কেন? ইপিএফের হাতে পেনশন বাড়ানোর মতো টাকা নেই?

ইপিএফও-র হাতে যে টাকা আছে, যে পরিমাণ সম্পদ রয়েছে, তা দিয়ে সহজেই ন্যূনতম ২ হাজার টাকা পেনশন দেওয়া সম্ভব। সেটা হিসেব করেই ন্যূনতম পেনশন বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। কেন্দ্রও চাইলে ইপিএফও-কে পেনশন বাবদ বাজেট বরাদ্দ করতে পারে। সবটাই হতে পারে, কিন্তু কিছুই হয় না। যেখানে একজন সরকারি কর্মীর মাসিক পেনশন কমপক্ষে ৩০ হাজার টাকা। সেখানে একজন বেসরকারি কর্মীর জন্য বরাদ্দ এক হাজার টাকা। এর প্রতিবাদে আজ থেকে দেশব্যাপী আন্দোলনে নেমেছে বিজেপি-সহ অধিকাংশ রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন। এদিন যন্তর মন্তরে দীর্ঘক্ষণ ধর্নায় বসেন আন্দোলনকারীরা। এতে যদি সরকার বাহাদুরের টনক একটু হলেও নড়ে, তাহলে আমাদের সবারই ভাল।

Next Video