Bengal Election 2021 : লকেটের পিএ-কে চড়, বারুইপুরে নকল ইভিএমে তৃণমূলের ভোটের মহড়া!

উলুবেড়িয়ার 'ইভিএম কান্ড'-এ অভিযুক্ত সেক্টর অফিসার সুধীর চক্রবর্তীকে সাসপেন্ড নির্বাচন কমিশনের। গোটা ঘটনায় ইভিএম-ভিভিপ্যাড কিভাবে পৌঁছাল তৃণমূল নেতার বাড়িতে? চলছে তদন্ত।

  • TV9 Bangla
  • Published On - 17:09 PM, 6 Apr 2021
Bengal Election 2021 : লকেটের পিএ-কে চড়, বারুইপুরে নকল ইভিএমে তৃণমূলের ভোটের মহড়া!
ছবিঃ TV9 Bangla

নকল ইভিএমে (EVM) দেখানো হচ্ছে কোন চিহ্নে ভোট, সঙ্গে জুটছে জলখাবার! বারুইপুর (Baruipur) পূর্ব কেন্দ্রে ঘাসফুল শিবিরের (TMC) বিরুদ্ধে উঠেছে এমনই অভিযোগ।

লকেট চট্টোপাধ্যায়ের পিএ বিবেক মিশ্রকে চড় চন্দননগর (Chandannagar) পুলিশ কমিশনারেটের। ট্রাফিক পুলিশের সঙ্গে বচসার জেরেই এই ঘটনা, জানাচ্ছে গেরুয়া শিবির (BJP)। ঘটনার প্রতিবাদে চুচুঁড়ার (Chuchurah) রবীন্দ্রনগরে প্রায় ৩০ মিনিট পথ অবরোধ করে লকেট অনুগামীরা।

অন্যদিকে উলুবেড়িয়ার (Uluberia) ‘ইভিএম কান্ড’-এ অভিযুক্ত সেক্টর অফিসার সুধীর চক্রবর্তীকে সাসপেন্ড নির্বাচন কমিশনের (Election Commission)। গোটা ঘটনায় ইভিএম-ভিভিপ্যাড (VVPAD) কিভাবে পৌঁছাল তৃণমূল নেতার বাড়িতে? চলছে তদন্ত।