Bengal Election 2021 : ‘সংযুক্ত মোর্চার লোকেরা বোম চাষ করছে, এর নায়ক আব্বাস’
'সংযুক্ত মোর্চার লোকেরা বোম চাষ করছে, এর নায়ক আব্বাস', বোমা উদ্ধারের বিষয়ে বিস্ফোরক মন্তব্য স্থানীয় তৃণমূল নেতা শওকত মোল্লার। বিস্ফোরণ রোধের লক্ষ্যে সচেতন ঘটনাস্থলে মোতায়েন পুলিশবাহিনী।
‘সুজন চক্রবর্তী (Sujan Chakraborty), কান্তি গাঙ্গুলির (Kanti Ganguly) সন্ত্রাস ফেরাতে চাইছে আব্বাস (Abbas Siddiqui)’, বোমা উদ্ধারের বিষয়ে বিস্ফোরক তৃণমূল নেতা
ক্যানিংয়ে (Canning) বোমাতঙ্ক! বুরানগড় প্রাথমিক বিদ্যালয়ের সামনে উদ্ধার তাজা বোমা। বিস্ফোরক মজুতের অভিযোগ আব্বাস বাহিনীর বিরুদ্ধে।
‘সংযুক্ত মোর্চার লোকেরা বোম চাষ করছে, এর নায়ক আব্বাস’, বোমা উদ্ধারের বিষয়ে বিস্ফোরক মন্তব্য স্থানীয় তৃণমূল নেতা শওকত মোল্লার। বিস্ফোরণ রোধের লক্ষ্যে সচেতন ঘটনাস্থলে মোতায়েন পুলিশবাহিনী।
অন্যদিকে বিষ্ণুপুরে ভোট প্রক্রিয়া বিঘ্নিত করার অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী পাঠাল নির্বাচন কমিশন (Election Commission)।
[embedyt] [/embedyt]
Published on: Apr 06, 2021 02:13 PM
Latest Videos