FIFA World Cup 2022: এক ম্যাচ দেখার খরচ এক লাখ!

FIFA World Cup 2022: এক ম্যাচ দেখার খরচ এক লাখ!

TV9 Bangla Digital

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Updated on: Nov 16, 2022 | 4:02 PM

কাতারের বিমান ধরার প্ল্যান করছেন? বিশ্বকাপ দেখতে যাবেন? নভেম্বর মাসের শুরুতে বিমানে সংস্থাগুলির টিকিটের দাম আকাশছোঁয়া।

কাতারের বিমান ধরার প্ল্যান করছেন? বিশ্বকাপ দেখতে যাবেন? নভেম্বর মাসের শুরুতে বিমানে সংস্থাগুলির টিকিটের দাম আকাশছোঁয়া। নভেম্বরের প্রথম সপ্তাহে যাঁরা টিকিট বুক করলেন, একটি বিমানের টিকিটের দাম ২৫ হাজার টাকা। ফেরার টিকিটের খরচও তেমনটাই। তাই যাওয়া ও ফিরে আসা মিলে কাতারের টিকিটের দাম ৫০ হাজার টাকা। এখানেই তো শেষ নয়, এরপর কাতারে পৌঁছে খুঁজতে হবে থাকার জায়গা। এ বার ভেবে দেখুন কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) দেখতে যাবেন কিনা।

এত কিছুর পর ম্যাচ দেখার টিকিটের দাম। বিভিন্ন দরের টিকিট আছে বিশ্বকাপে। গ্রুপ লিগের জন্য আলাদা দাম, প্রি-কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের টিকিটের দামও আলাদা। কাতারে ৪৫ হাজার হোটেল রুমের ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির হোটেল থাকছে। ক্রুজ শিপে থাকার ব্যাবস্থা বা অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকার ব্যবস্থাও রয়েছে। মধ্যবিত্ত মানুষের থাকার জন্য দিন প্রতি খরচ গড়ে ৫০০ থেকে ৬০০ ডলার। ভারতীয় মুদ্রায় গড়ে কমবেশি ৪০ থেকে ৫০ হাজার টাকা প্রতিদিন।