FIFA World Cup2022: দিল্লি-দোহা বিমান ভাড়া ১ কোটি!

FIFA World Cup2022: দিল্লি-দোহা বিমান ভাড়া ১ কোটি!

TV9 Bangla Digital

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Updated on: Nov 16, 2022 | 7:35 PM

এ বার কাতারের গ্যালারি আলো করে থাকবেন বেশ কিছু ভারতীয় ধনকুবের। কাতার বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে ততই ভারতের হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়াল বা বিত্তশালীদের মধ্যে চার্টার বিমান বুক করার হিড়িক বাড়ছে।

এ বার কাতারের গ্যালারি আলো করে থাকবেন বেশ কিছু ভারতীয় ধনকুবের। কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) দিন যত ঘনিয়ে আসছে ততই ভারতের হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়াল বা বিত্তশালীদের মধ্যে চার্টার বিমান বুক করার হিড়িক বাড়ছে। অত্যন্ত চড়া দামে হলেও বিশ্বকাপের জন্য প্রায় সব চার্টার প্লেনই বুকড। নাম প্রকাশে অনিচ্ছুক এয়ার চার্টার কোম্পানির একজন আধিকারিক জানিয়েছেন, ভারতের এক বিত্তশালী বিশ্বের দ্রুততম ৩০ সিটের একটি চার্টার বিমান ইতিমধ্যেই বুকিং করেছেন।

সাধারণত এই ৩০ সিটের চার্টার বিমানে দিল্লি থেকে দোহা যেতে সময় নেয় ৫ ঘণ্টা। যাওয়া আসা মিলিয়ে চার্টার বিমানের বুক করতে যাওয়া আসা মিলিয়ে চার্টার বিমানের বুক করতে খরচ হয়। তবে বিশ্বকাপের বাজারে সেই খরচ বেড়েছে ৪০ থেকে ৫০ শতাংশ। অর্থাৎ চার্টার বিমানে বিশ্বকাপ দেখে সেই দিনেই ফিরে আসার খরচ ১ কোটি ২০ লক্ষ টাকার মত।

দিল্লির চার্টার বিমান বুকিং সংস্থা ইন্সটা চার্টার সম্প্রতি জানিয়েছে, ভারতীয় ধনকুবেরদের মধ্যে কাতার বিশ্বকাপের জন্য চার্টার বিমান বুক করার আগ্রহ বাড়ছে। গত মাসে ঐ সংস্থা যা চার্টার বিমানের বুকিং পেয়েছে দোহা এবং দুবাইয়ের জন্য, সবই ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে কাতার বিশ্বকাপের জন্য। এর কারণ কাতারে আগত বিশ্বকাপের দর্শকদের তুলনায় হোটেল কম। তাই ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখে সেই দিনই দেশে ফিরে আসবেন বেশ কিছু বিখ্যাত ভারতীয় মুখ। ভারতে এই রকম আলট্রা হাই উচ্চবিত্তের সংখ্যা ৪০ এরও কম। তাঁরা বেশিরভাগই ধন রত্ন ও গয়নাগাটিতে বিনিয়োগ করেন। তবে এ বার সেই উচ্চবিত্তরাই মজেছেন বিশ্বকাপে।