Solar Charging Car: রোদের চার্জেই চলবে এই গাড়ি
২০২২এ হায়দ্রাবাদে সদর দফতর খোলে ফিস্কার। গাড়িটির গ্লাস রুফে আছে ১২০০টি সোলার প্যানেল। আছে ১১৩ kwh ব্যাটারি, ডুয়াল ইলেকট্রিক মোটর। এই মোটর ৫৭২ ব্রেক এইচপি ও ৭৩৭ এনএম টর্ক দেয়। মাত্র ৪ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি স্পিড তোলে এই গাড়ি। ফুল চার্জে চলে ৭০৭ কিমি।
টেসলার আগেই ভারতে আসছে ক্যালিফোর্নিয়ার ফিস্কার ওসান। ইলেকট্রিক এসইউভির আন্তর্জাতিক বাজারে নামজাদা ফিস্কার। সৌর বিদ্যুতেই চার্জ হয় এই গাড়ির ব্যাটারি। প্রাথমিক ভাবে গাড়িটির ১০০টি ইউনিট বিক্রি হবে দেশে। পরীক্ষা মূলক ভাবে এই গাড়ি বিক্রি করে বাজার দেখতে চাইছে ফিস্কার। ২০২২এ হায়দ্রাবাদে সদর দফতর খোলে ফিস্কার। গাড়িটির গ্লাস রুফে আছে ১২০০টি সোলার প্যানেল। আছে ১১৩ kwh ব্যাটারি, ডুয়াল ইলেকট্রিক মোটর। এই মোটর ৫৭২ ব্রেক এইচপি ও ৭৩৭ এনএম টর্ক দেয়। মাত্র ৪ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি স্পিড তোলে এই গাড়ি। ফুল চার্জে চলে ৭০৭ কিমি। অত্যাধুনিক সব ফিচার গাড়ির অন্দরে। রিসাইকেলড রাবার ও নাইলন দিয়ে তৈরি গাড়িটির কেবিন। সেপ্টেম্বর থেকে ভারতের বাজারে ছুটবে ‘ওসান এক্সট্রিম বিজ্ঞান’। গাড়িটির দাম ভারতীয় মূল্যে ১ কোটি টাকা ছাড়াতে পারে। ফিস্কার ভারতে ব্যাটারি ও অ্যাসেম্বলি প্ল্যান্ট তৈরি করবে।