সঙ্গীতের সুরে মাতল ফোক সফর

aryama das |

Mar 02, 2021 | 3:32 PM

বাংলার সঙ্গে হাত মেলাল মরুভূমির সঙ্গীত-নৃত্য।

Follow Us

করোনার সময় প্রায় পেরিয়ে শহরে ফিরল গান-বাজনা, নাচ, মেলার অতি পরিচিত ছবি। ধীরে ধীরে মানুষ ফিরল জীবনের ছন্দে। ‘ফোক সফর’ হয়ে উঠল মানবজীবনের স্বাভাবিক জীবনে ফেরার সেই চেনা সুর। বাংলা নাটক ডট কমের এই উদ্যোগে বাংলার সঙ্গে হাত মেলাল মরুভূমির সঙ্গীত-নৃত্য। সেই সঙ্গে সঙ্গী হয়ে উঠল হস্তশিল্প।

করোনার সময় প্রায় পেরিয়ে শহরে ফিরল গান-বাজনা, নাচ, মেলার অতি পরিচিত ছবি। ধীরে ধীরে মানুষ ফিরল জীবনের ছন্দে। ‘ফোক সফর’ হয়ে উঠল মানবজীবনের স্বাভাবিক জীবনে ফেরার সেই চেনা সুর। বাংলা নাটক ডট কমের এই উদ্যোগে বাংলার সঙ্গে হাত মেলাল মরুভূমির সঙ্গীত-নৃত্য। সেই সঙ্গে সঙ্গী হয়ে উঠল হস্তশিল্প।

Next Video