Food Path ১৬: অফিস পাড়ার ফুডপাথে

aryama das

|

Updated on: Feb 22, 2021 | 1:50 PM

আগের মতোই কি পাওয়া যাচ্ছে স্ট্রিটফুড অফিস পাড়ায়?

লকডাউনে অনেক দিন বন্ধ ছিল অফিস । রাইটার্স বিল্ডিং এর লালবাড়ির আশেপাশে জিপিওর আনাচে কানাচে ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে ফুটপাতজুড়ে শুধুই নানান ধরনের খাবার দাবার। কিন্তু লকডাউনে অফিস বন্ধ থাকার পর কী অবস্থা সেখানে। আগের মতোই কি পাওয়া যাচ্ছে স্ট্রিটফুড? সরজমিনে তার খবর রইল ফুডপাথে।