FIFA World Cup 2022: হৃদয়ে ফুটবল, বুকেই ঠাঁই বিশ্বকাপের; কলকাতায় ফুটবল স্পেশাল হস্তশিল্প মেলা
কয়েক হাজার কিলোমিটার দূরের দেশ কাতারে বসেছে ফুটবল বিশ্বকাপের আসর। ফুটবলপ্রেমী বাঙালি তার থেকে দূরে থাকবে এমনটা কি হয়?
মুর্শিদাবাদের দিদির হাত যশ ফেব্রিক। তাঁর থিমের কুর্তা টি শার্টের কদর আছে। ওদিকে মেদিনীপুরের পট শিল্পী একের পর এক ফুটবল এঁকে চলেছেন । কানের দুলে লেখা, ‘হৃদয়ে ফুটবল’। পুরো মেলাজুড়ে ফুটবলের প্রভাব। কয়েক হাজার কিলোমিটার দূরের দেশ কাতারে বসেছে ফুটবল বিশ্বকাপের আসর।ফুটবলপ্রেমী বাঙালি তার থেকে দূরে থাকবে এমনটা কি হয়? তিলোত্তমার বুকে দেখা গেল ফুটবল স্পেশাল হস্তশিল্প মেলা।
পসরা সাজিয়ে বসেছেন হস্তশিল্পীরা। কী নেই মেলায়? বাবুইবাসার মত দেখতে হ্যান্ডমেড ঘর সাজানোর লাইট। বাংলার নানা জেলার হস্ত শিল্পীরা এক হয়েছেন মেলায়। পাওয়া যাচ্ছে বিশ্বকাপ স্পেশাল জিনিসপত্র। এরকম ফুটবল স্পেশাল হস্তশিল্প মেলা আগে দেখেছেন? যাঁরা দেখলেন, তাঁরা শুধু অবাক হয়ে দেখলেন।
Latest Videos