Bankura News: জঙ্গলের ভেতরে এটা কী!
জঙ্গলে অভিযান চালিয়ে বিশেষ ধরনের বেশ কয়েকটি ফাঁদ উদ্ধার করল বন দফতর। ঘটনা বাঁকুড়ার জয়পুরের জঙ্গলের। বন্যপ্রাণী শিকারের উদ্যেশ্যেই কী এই ফাঁদগুলি পাতা হয়েছিল? উত্তর খুঁজছে বন দফতর।
জঙ্গলে অভিযান চালিয়ে বিশেষ ধরনের বেশ কয়েকটি ফাঁদ উদ্ধার করল বন দফতর। ঘটনা বাঁকুড়ার জয়পুরের জঙ্গলের। বন্যপ্রাণী শিকারের উদ্যেশ্যেই কী এই ফাঁদগুলি পাতা হয়েছিল? উত্তর খুঁজছে বন দফতর। বাঁকুড়ার জয়পুরের জঙ্গল বণ্যপ্রাণ সমৃদ্ধ জঙ্গল হিসাবেই পরিচিত। এই জঙ্গলে হরিণ ছাড়াও বুনো শুকর এবং অন্যান্য বহু বন্য প্রানীর বসবাস। গতকাল এই জঙ্গলে অভিযান চালানোর সময় বন কর্মীদের নজরে আসে গভীর জঙ্গলে বিশেষ ধরনের ফাঁদ পাতা রয়েছে। শক্তপোক্ত বাঁশ ও বাইকের ক্লাচের তার ব্যবহার করে দেশীয় পদ্ধতিতে তৈরী এই ফাঁদ নজরে আসতেই সেগুলি উদ্ধার করেন বন কর্মীরা। প্রাথমিক ভাবে বন দফতরের অনুমান চিতল হরিণ বা বুনো শুকরের মতো বন্য জন্তু শিকার করতেই এই ফাঁদ পেতেছিল চোরা শিকারীর দল। ফাঁদগুলি পরীক্ষা করে দেখার পাশাপাশি এই ধরনের ফাঁদ কারা পেতেছিল তা জানতে তদন্ত শুরু করেছে বন দফতর। চোরাশিকারীদের চিহ্নিত করতে স্থানীয় বন সুরক্ষা কমিটির সাহায্যও নেওয়া হচ্ছে। বন দফতরের দাবী এর আগে জয়পুরের জঙ্গলে এই ধরনের ফাঁদ নজরে আসেনি। স্বাভাবিক ভাবেই ফাঁদ উদ্ধারের ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে বন দফতরের অন্দরে।