Free Finland Visit: বিনামূল্যে সুখের দেশে ঘুরতে যাবেন?

Free Finland Visit: বিনামূল্যে সুখের দেশে ঘুরতে যাবেন?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 17, 2023 | 7:07 PM

সুখী হতে কে না চায়? চিন্তামুক্ত জীবন পাওয়া যেন স্বর্গ। বিশ্বের একটি জায়গা রয়েছে যেখানে সবসময় সুখ বিরাজ করে। সেই দেশটির নাম ফিনল্যান্ড। সুখী জীবন পেতে এই দেশে ঘুরতে যেতে পারেন। এই দেশটি ১০ জন প্রতিযোগীকে বিনামূল্যে ঘুরতে যাওয়ার সুযোগ দেবে।

সুখী হতে কে না চায়? চিন্তামুক্ত জীবন পাওয়া যেন স্বর্গ। বিশ্বের একটি জায়গা রয়েছে যেখানে সবসময় সুখ বিরাজ করে। সেই দেশটির নাম ফিনল্যান্ড। সুখী জীবন পেতে এই দেশে ঘুরতে যেতে পারেন। ফিনল্যান্ড দেশটি পরপর ৬ বছর সুখী দেশের তকমা পেয়েছে। এই দেশটি ১০ জন প্রতিযোগীকে ঘুরতে যাওয়ার সুযোগ দেবে। কোন টাকা ছাড়াই ঘুরতে পারবেন এই দেশে। ফিনল্যান্ডে তৈরি করেছে “মাস্টার ক্লাস অফ হ্যাপিনেস”। এখানে ৪টি ক্লাসের ব্যবস্থা থাকবে। এই ক্লাসের মাধ্যমে মানুষের জীবনকে ইতিবাচক করা হয়। ফিনল্যান্ডের কুরু রিসর্টে এই ক্লাস করানো হবে। এই রিসর্টটি খুব সুন্দর। এই ঘরে কোন টিভি থাকবে না। রাতে ভাল করে ঘুমানোর সুযোগ থাকবে। ডিজিটাল ডিটক্সের ওপর জোর দেওয়া হবে। শেখানো হবে সহজ সরল জীবনযাপন করানো। ৪ দিনের এই মাস্টারক্লাসের জন্য ফ্লাইটের টিকিটও বিনামূল্যে পাবেন।