Geeta Path: এক অন্য রকমের গীতা পাঠ হাওড়ায়
মাউথ অর্গানের সুরে বাজলো গীতা পাঠ। এক অভিনব ঘটনা বাংলায়।
একদিকে ব্রিগেডে লক্ষ কন্ঠে গীতা পাঠ। কিছুদূরে নবান্নের কাছে মাউথ অর্গ্যানে গীতাপাঠের সুর। ডুমুরজলা স্টেডিয়ামের সামনে নকস ব্যাঙ্কয়েট । এখানেই মুম্বাই ভোপাল ম্যাঙ্গলোর দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ১০০ জন মাউথ অর্গ্যান শিল্পী এক ছাদের নিচে সুর তুললেন। রাজনীতি নয়,গীতা জয়ন্তী উপলক্ষে এই আয়োজন বলে জানাচ্ছেন উদ্যোক্তা মানস রায়।
মাউথঅর্গ্যান দিয়ে গীতা পাঠ করলেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এসেছিল ১০০ জন শিল্পী । সুন্দর ভাবে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানটি। সবাই খুব উৎসাহিত ছিল এই অনুষ্ঠানে উপস্থিত আসার জন্য। কিন্তু মাউথঅর্গ্যান দিয়ে গীতা পাঠ আদৌ সম্ভব কিনা এই প্রশ্ন উঠলেও মন্ত্রের প্রথাগত সুরের অনুরণন যে শোনা গেল সে নিয়ে সন্দেহ নেই জানালেন উপস্থিত দর্শকরা।
Latest Videos