Bankura School Agitation: গ্রাম ফুঁসছে মাস্টারমশাইকে নিয়ে!

Bankura School Agitation: গ্রাম ফুঁসছে মাস্টারমশাইকে নিয়ে!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Aug 05, 2023 | 10:16 AM

প্রতিবাদে বাঁকুড়া এক নম্বর ব্লকের বাদুলাড়া প্রাথমিক বিদ্যালয়ে আছড়ে পড়ল অভিভাবকদের বিক্ষোভ। অভিযুক্ত শিক্ষকের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান বাঁকুড়ার বাইরে আছি।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে দিনের পর দিন শিক্ষক অনুপস্থিত থাকেন স্কুলে। ফলে ব্যাহত হচ্ছে পঠন পাঠন। প্রতিবাদে বাঁকুড়া এক নম্বর ব্লকের বাদুলাড়া প্রাথমিক বিদ্যালয়ে আছড়ে পড়ল অভিভাবকদের বিক্ষোভ। অভিযুক্ত শিক্ষকের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান বাঁকুড়ার বাইরে আছি। তৃণমূলের বাঁকুড়া জেলার সংখ্যালঘু সেলের সভাপতি পদে রয়েছেন বাঁকুড়া এক নম্বর ব্লকের বাদুলাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক তফিকুর রহমান। অভিযোগ রাজনৈতিক সেই প্রভাব খাটিয়ে তফিকুর দিনের পর দিন অনুপস্থিত থাকছেন স্কুলে। বাদুলাড়া প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রী মিলিয়ে পড়ুয়ার সংখ্যা ২৬৬ জন। পঠন পাঠনের জন্য ওই স্কুলে নিযুক্ত আছেন তফিকুর সহ আট জন শিক্ষক। এর মধ্যে তফিকুর প্রায়শই স্কুলে গরহাজির থাকায় সমস্যায় পড়ছে স্কুলের পড়ুয়ারা। দিনের পর দিন এই পরিস্থিতি চলার পর আজ ধৈর্যের বাঁধ ভাঙে অভিভাবকদের। অভিভাবকরা আজ স্কুলে হাজির হয়ে বিক্ষোভে ফেটে পড়েন। অভিভাবকদের অভিযোগ এর আগে তাঁরা একাধিকবার তফিকুর রহমানকে স্কুলে অনুপস্থিতি নিয়ে অভিযোগ জানাতে গেলে তিনি তাঁদের স্পষ্ট জানিয়েছেন তাঁর কেউ কিছু করতে পারবে না। অভিভাবকদের দাবী এভাবে দিনের পর দিন ওই শিক্ষক স্কুলে অনুপস্থিত থাকলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তফিকুরের বিরুদ্ধে ওঠা অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন। তাঁর দাবী এব্যাপারে তফিকুরকে বলতে গেলেই তফিকুর তাঁকে জানিয়েছেন সব ম্যানেজ হয়ে যাবে। স্কুলে এদিন তফিকুরের দেখা মেলেনি। টেলিফোনে তফিকুর তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবী গ্রামের মানুষের কোনো অভিযোগ থাকলে তা নিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়া হবে।