Vijay Sevak: সাইকেল নিয়ে তারাপীঠ, কালীঘাটে গুজরাটের বিজয়

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Nov 13, 2023 | 6:15 PM

পেশায় তিনি কলের সরঞ্জাম বিক্রেতা। সময় পেলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। গত ২৪ জুন বেরিয়ে সাড়ে চার মাস ধরে সাইকেল নিয়ে ঘুরছেন দেশের বিভিন্ন রাজ্য।বাংলায় এসেছেন চার দিন আগে।বাংলার প্রকৃতি বাংলার মানুষ, মানুষের ঈশ্বর ভক্তি একসঙ্গে মিলেমিশে থাকা দেখে অবাক হয়েছেন। মুগ্ধ হয়েছেন বাংলার গ্রাম গঞ্জে কালি পুজো দেখে।

সাইকেল চালাতে ভালোবসেন গুজরাটের খেরা জেলার নাদিয়াদ গ্রামের বাসিন্দা বিজয় সেবক। পেশায় তিনি কলের সরঞ্জাম বিক্রেতা। সময় পেলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। গত ২৪ জুন বেরিয়ে সাড়ে চার মাস ধরে সাইকেল নিয়ে ঘুরছেন দেশের বিভিন্ন রাজ্য।বাংলায় এসেছেন চার দিন আগে।বাংলার প্রকৃতি বাংলার মানুষ, মানুষের ঈশ্বর ভক্তি একসঙ্গে মিলেমিশে থাকা দেখে অবাক হয়েছেন। মুগ্ধ হয়েছেন বাংলার গ্রাম গঞ্জে কালি পুজো দেখে।
বাংলায় এসে দর্শন করেছেন তারাপীঠ এবং মায়াপুরের ইস্কন মন্দির। চতুর্থ দিনে তিনি দিল্লী রোড ধরে রওনা হয়েছেন বেলুর মঠ, দক্ষিণেশ্বর, এবং কালীঘাট দর্শন করবেন বলে।ইচ্ছা আছে গঙ্গাসাগরও ঘুরে তারপর পুরীর জগন্নাথ ধামের উদ্দেশ্যে রওনা হবেন। সাড়ে ৯ মাসে ১২ জ্যোতির্লিঙ্গ এবং চার ধাম যাত্রা করে গুজরাট ফিরবেন। ইতিমধ্যেই সাইকেল চালিয়ে ঘুরে দর্শন করে ফেলেছেন পাঁচ জ্যোতির্লিঙ্গ এবং দুই ধাম। সাইকেল চালিয়ে গুজরাট থেকে দিল্লি হয়ে দেখতে দেখতে কেটে গেছে সাড়ে চার মাস।সাইকেল নিয়ে ঘুরলে মানুষকে খুব কাছ থেকে দেখা যায়।নিজে এখনো কোনো সমস্যায় পড়েননি তবে কাউকে সমস্যায় পড়তে দেখলে সাহায্য করেছেন।বিবিধের মাঝে মানুষের মিলন ভারতবর্ষের ঐতিহ্য যা বিজয়কে অবিভূত করেছে তার সাইকেল জার্নিতে।