কলকাতা তো প্রেমের শহর। এই শহরের আনাচে-কানাচে প্রেম। এই প্রেম নিয়েই ছ-ছটা প্রেমের গান বেঁধেছেন বিক্রম ঘোষ। হরিহরণ সেই গান গেয়েছেন। আর পরিচালক অরিন্দম শীল এই শহরের বিভিন্ন প্রান্তে ক্যামেরার লেন্সে চোখ রেখে এই প্রেমের গানগুলোকে অ্যাকশন-কাটে মিলিয়ে দিয়েছেন। মিউজিক ভিডিয়োর পোশাকি নাম দিয়েছেন ‘ইশক’! কিন্তু প্রেম নিয়ে হরিহরণ, বিক্রম ঘোষ, অরিন্দম শীল কী ভাবছেন?দেখুন ভিডিয়ো।