Dev Anand and Hema Malini: দেবের কোলে বসে হেমা হঠাৎ কারেন্ট অফ…
বলিউডের চিরসবুজ নায়ক দেব আনন্দের জন্ম শতবার্ষিকীতে তাঁর স্মৃতিচারণ করলেন হেমা মালিনী। এক চরম অস্বস্তিকর ঘটনার স্মৃতি রোমন্থন করতে গিয়ে লজ্জা পেলেন 'ড্রিম গার্ল' হেমা।
বলিউডের চিরসবুজ নায়ক দেব আনন্দের জন্ম শতবার্ষিকীতে তাঁর স্মৃতিচারণ করলেন হেমা মালিনী। এক চরম অস্বস্তিকর ঘটনার স্মৃতি রোমন্থন করতে গিয়ে লজ্জা পেলেন ‘ড্রিম গার্ল’ হেমা। ১৯৭০ এর ছবি ‘ জনি মেরা নাম’ এর শুটিং চলছিল। বিহারের নালন্দার কাছে একটি রোপওয়েতে শুট হয় ‘ও মেরি রাজা’ গানটির। ওই গানটির শুটিংয়ের সময় ঘটে দারুন রোমান্টিক ঘটনা।
রোপওয়ের একটি চেয়ারে বসেছিলেন দেব আনন্দ। অন্যটিতে ওঠার কথা ছিল হেমা মালিনীর। কিন্তু তিনি তা মিস করায় তাকে বসতে হয় দেব আনন্দের কোলে। রোপওয়ে যখন মাঝ পথে তখন হঠাৎই ঘটে বিদ্যুৎ বিভ্রাট। থমকে যায় রোপওয়ে। বেশ কিছুক্ষণ দেব আনন্দের কোলে বসে থাকতে হয় হেমা মালিনীকে। হেমা বলেন ঝুলন্ত রোপওয়েতে ওভাবে বসতে আমার লজ্জা করছিল ভয়ও করছিল। ভয় কাটাতে দেব আনন্দ তাঁকে বলেন নিচে নয় আমার চোখের দিকে তাকাও।
Latest Videos