International Space Station: মহাকাশে ‘কঠিন’ কফি পান
পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার ওপরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। নভোচরদের মহাকাশে গবেষণা কেন্দ্র। নভোচরদের বাড়ি পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন।
পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার ওপরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। নভোচরদের মহাকাশে গবেষণা কেন্দ্র। নভোচরদের বাড়ি পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এখানে মাধ্যাকর্ষণ শূন্য তাই জীবন যাপনও বেশ কঠিন। মহাকাশচারীদের তাই শিখতে হয় অনেক কিছু। সম্প্রতি ইউরোপিয়ান স্পেস এজেন্সি তাদের এক নভোচর সামান্থা ক্রিস্টোফোরেটির একটি ভিডিও পোস্ট করে।
সামান্থা সকালে কীভাবে কফি পান করেন তা দেখানো হয়েছে ওই ভিডিয়োয়। তরল কফি একটি ছোট্ট বোতলের ঢালতে যথেষ্ট বেগ পেতে হয় তাঁকে। শেষ পর্যন্ত ওই বোতল থেকে কফিত চুমুক দিতে ব্যর্থ হন সামান্থা। তাহলে কীভাবে কফি খাবেন? তারও একটি উপায় দেখা গেল ওই ভিডিয়োতেই। এল বিশেষভাবে ডিজাইন করা এক কাপ। যে কাপের মুখটি সুঁচালো। এবার অনায়াসেই মুখের মধ্যে চলে এল কফি। তরলের পৃষ্ঠ টানের মৌলিক বিজ্ঞানকে কাজে লাগিয়ে কফি পান করলেন নভোচর সামান্থা ক্রিস্টোফোরেটি। ভিডিয়োটি দেখে হাজার হাজার লাইক ও শেয়ারের বন্যা বয়ে গেছে।