Sundarbans News: সুন্দরবনে বার্জ বন্ধ কেন?

Sundarbans News: সুন্দরবনে বার্জ বন্ধ কেন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 31, 2023 | 7:23 PM

পূর্ণিমা তিথিতে আজ থেকে শুরু হয়েছে ষাঁড়াষাঁড়ির কটাল। এই কটালের জেরে সুন্দরবনের নদী ও সমুদ্রে অস্বাভাবিক জলস্তর বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছে সেচ দপ্তর। প্রায় কুড়ি ফুট উচ্চতায় বাড়তে পারে জল। যার জেরে আজ থেকে টানা তিন দিন শনিবার পর্যন্ত কাকদ্বীপ ও সাগরের কচুবেড়িয়ার মধ্যে চলাচলকারী বার্জ বন্ধ থাকার নোটিশ দেওয়া হয়েছে।

পূর্ণিমা তিথিতে আজ থেকে শুরু হয়েছে ষাঁড়াষাঁড়ির কটাল। এই কটালের জেরে সুন্দরবনের নদী ও সমুদ্রে অস্বাভাবিক জলস্তর বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছে সেচ দপ্তর। প্রায় কুড়ি ফুট উচ্চতায় বাড়তে পারে জল। যার জেরে আজ থেকে টানা তিন দিন শনিবার পর্যন্ত কাকদ্বীপ ও সাগরের কচুবেড়িয়ার মধ্যে চলাচলকারী বার্জ বন্ধ থাকার নোটিশ দেওয়া হয়েছে। এই বার্জগুলিতে বিভিন্ন রকম গাড়ি পারাপার করানো হয়। তবে সাধারণ যাত্রীভেসেল পরিষেবা চালু থাকবে। অন্যদিকে জলস্তর বৃদ্ধির ফলে আশঙ্কিত সুন্দরবনের নামখানা, সাগর, পাথরপ্রতিমা, রায়দিঘির নদী ও সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দারা। বেহাল বাঁধ উপচে আবারও নোনা জলে প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে এই কটাল মোকাবিলার জন্য সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজারা, জেলাশাসক সুমিত গুপ্তা সহ আধিকারিকরার গত শনিবার জরুরী বৈঠক করেছেন। পরিস্থিতি মোকাবিলার জন্য সেচ দপ্তরের কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। তবে নতুন করে প্লাবনের আশঙ্কায় সুন্দরবনের উপকূল এলাকার বাসিন্দারা।