হিন্দমোটরের বেকারেশ্বর মন্দির এখানে পুজো দিলেই নাকি চাকরি হয়!

এভাবে শুধু ঈশ্বর বিশ্বাসই নয়, তার সঙ্গে নিজেদের চাহিদা পূরণ করে এই মন্দির হয়ে উঠেছে কর্মসংস্থানের এক উদাহরণ।

| Updated on: May 14, 2021 | 11:00 PM

হিন্দমোটরের ব্যস্ত বাজার এলাকায় একটা ছোট্ট মন্দির। বাবা বেকারেশ্বর মন্দির। স্থানীয় মানুষের মতে, ষাটের দশকে কিছু যুবক গঙ্গায় স্নান করতে গিয়ে একটা পাথর কুড়িয়ে পান। সেই পাথর প্রতিষ্ঠা করে শুরু হয় এই মন্দিরে পূজা অর্চনা। শিব লিঙ্গ তাই রোজই ঘি, দুধ, মধু, ঘৃতে স্নাত হয়। একই সঙ্গে ওই মন্দিরের পাশেই তৈরি হয় একটি চায়ের দোকান। বেকার যুবকদের কর্মসংস্থানের এক অদ্ভুত প্রয়াস শুরু হয়। শোনা যায় এখানে পুজো দিলে নাকি বেকার পায় চাকরি, নিরন্ন পায় খাবার। দোকানের ঠিক পাশেই ছোট্ট দোকান। প্লাস্টিকের বয়ামে বিস্কুট হরেক রকম। এই দোকান এখন চালাচ্ছেন স্বপন সাহা। এলাকার সবচেয়ে দুঃস্থ বেকারকে তাঁর জীবন নির্বাহ করার জন্য মন্দিরের এই জনমুখী উদ্যোগ অতিক্রম করেছে সাত-সাতটা দশক। পর্যায়ক্রমে স্বপন আজ এই দোকান চালান। তাঁর অবস্থা ভাল হলে চালাবেন আবার অন্য কেউ। এভাবে শুধু ঈশ্বর বিশ্বাসই নয়, তার সঙ্গে নিজেদের চাহিদা পূরণ করে এই মন্দির হয়ে উঠেছে কর্মসংস্থানের এক উদাহরণ।

Follow Us: