Kalipujo 2023: হিন্দু মুসলিম ক্রিস্টানের কালী বন্দনা
এই পুজোই ৫৯ নম্বর ওয়ার্ডের একমাত্র কালী পুজো। ধারাবাহিকতাকে অনুসরণ করে চলে আসছে এই রক্ষাকালী পুজো। চলতি বছরে ৫৩ তম বর্ষ পূর্ণ করলো এই উৎসব। আবাল বৃদ্ধ-বনিতা সকলে মিলে সামিল হন এই পুজোর আয়োজনে । তাঁদের এবছরের পুজোর মণ্ডপসজ্জা পুরুলিয়ার ছৌ-এর ও আফ্রিকার মাস্ক দিয়ে। সকলের সহযোগীতায় মা রক্ষাকালীর পুজো সুষ্ঠভাবে সম্পন্ন করা হয় এখানে
১৯৭২- এ শুরু হয় মহেন্দ্র রায় লেনের ৫৯ নম্বর ওয়ার্ডের শ্যামা পুজোর যাত্রা। এই পুজোই ৫৯ নম্বর ওয়ার্ডের একমাত্র কালী পুজো। ধারাবাহিকতাকে অনুসরণ করে চলে আসছে এই রক্ষাকালী পুজো। চলতি বছরে ৫৩ তম বর্ষ পূর্ণ করলো এই উৎসব। আবাল বৃদ্ধ-বনিতা সকলে মিলে সামিল হন এই পুজোর আয়োজনে । তাঁদের এবছরের পুজোর মণ্ডপসজ্জা পুরুলিয়ার ছৌ-এর ও আফ্রিকার মাস্ক দিয়ে। সকলের সহযোগীতায় মা রক্ষাকালীর পুজো সুষ্ঠভাবে সম্পন্ন করা হয় এখানে।
প্রজন্ম ধরে ধারাবাহিকভাবে চলছে এই পুজো। পাড়ার প্রতিটি বয়োজ্যেষ্ঠ সদস্যবৃন্দ হাতে হাত লাগিয়ে এই পুজোয় অংশগ্রহণ করেন। সর্ব ধর্ম সমন্বয়ে সকল মানুষ সামিল হন এখানে। খ্রিস্ট ধর্ম থেকে শুরু করে হিন্দিভাষী মানুষ সকলেই প্রায় এই দীপান্বিতা কালী পুজায় সামিল হন। বাংলার ইতিহাসে রক্ষাকালী পুজোর শুরুয়াতের সঙ্গে জড়িয়ে আছে দুর্ভিক্ষ আর মহামারির অতীত। ২য় বিশ্ব যুদ্ধের সময় থেকে বাংলার ধর্মীয় সংস্কৃতিতে হয়ে আসছে রক্ষাকালী পুজো।