Gaganyaan Mission: গগনযানের জন্য কীভাবে চলছে প্রস্তুতি?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 22, 2023 | 3:46 PM

ISRO Space Mission: মিশন গগনযান এর জন্য ইসরোর প্রস্তুতি চরমে। ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উপরে নভোশ্চর পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরো। তিন দিন মহাকাশে থেকে পৃথিবীতে ফিরে আসবে গগনযান। নভোচারীদের প্রথম ভিডিয়ো দেখা গেল।

মিশন গগনযান এর জন্য ইসরোর প্রস্তুতি চরমে। ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উপরে নভোশ্চর পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরো। তিন দিন মহাকাশে থেকে পৃথিবীতে ফিরে আসবে গগনযান। নভোচারীদের প্রথম ভিডিয়ো দেখা গেল। ভিডিয়ো রয়েছে ভারতীয় বিমান বাহিনী এবং ইসরোর লোগো। চিনুক হেলিকপ্টারে আকাশ থেকে RLV TD কে নামানো হয়েছে। পাইলটরা জিমে ব্যায়াম করছেন।

চন্দ্রযান ৩ এবং আদিত্য এল ১ এর পর গগনযান নিয়ে আশাবাদী ইসরো। ২০২৪ এ এক ভারতীয় পাইলট আন্তর্জাতিক এক্সপ্রেস স্টেশনে যেতে পারেন। ইসরো গগনযানের সুরক্ষার বিষয়ে বেশি জোর দিচ্ছে। কোনওরকম বিপদে মহাকাশচারীদের সাথে নিরাপদে ফিরিয়ে আনতে পারে সেই বিষয়ে খতিয়ে দেখছে ইসরো। জরুরি অবস্থায় ও সব ঠিকঠাক থাকলে ক্রু মডিউল মহাকাশচারীদের এনে সমুদ্রের ল্যান্ড করবে।